Monday, February 22, 2016

Santanu Bhattacharya February 22 at 9:41pm জী নিউজ কী দেশের মানুষ কে বিজেপির মত গান্ডু ভাবে! আজ ফেক ভিডিওর বিপক্ষে নিজেদের প্রমান জোরদার করতে নিজেদের ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ দেখাচ্ছে, নিজেদের সাংবাদিকদের ইন্টারভিউ দেখাচ্ছে। এরকম প্রমান ছিঁচকে অপরাধীররা হাজির করে। অন্যদিকে ওই একটা জেনারেল বক্সী, দেশপ্রেমের ঠ্যাকা নিয়ে বসে আছে। এই মালটার ভিডিও ঘোরাঘুরি করছিল। মালটাকে বাড়ীর লোকজন টলারেট করে কী করে সেটাই ভাবছি। হাই ব্লাড প্রেসার আছে মনে হয় মালটার। বেশি উত্তেজিত হলে হঠাত টেসে যেতে পারে।

 
Santanu Bhattacharya posted in [Controversial Humor] OPPOSE ME...IF U CAN.
 
   
Santanu Bhattacharya
February 22 at 9:41pm
 
জী নিউজ কী দেশের মানুষ কে বিজেপির মত গান্ডু ভাবে! আজ ফেক ভিডিওর বিপক্ষে নিজেদের প্রমান জোরদার করতে নিজেদের ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ দেখাচ্ছে, নিজেদের সাংবাদিকদের ইন্টারভিউ দেখাচ্ছে। এরকম প্রমান ছিঁচকে অপরাধীররা হাজির করে।

অন্যদিকে ওই একটা জেনারেল বক্সী, দেশপ্রেমের ঠ্যাকা নিয়ে বসে আছে। এই মালটার ভিডিও ঘোরাঘুরি করছিল। মালটাকে বাড়ীর লোকজন টলারেট করে কী করে সেটাই ভাবছি। হাই ব্লাড প্রেসার আছে মনে হয় মালটার। বেশি উত্তেজিত হলে হঠাত টেসে যেতে পারে।

No comments:

Post a Comment