নির্মলা পুতুল
আমাকে কী ভাব তুমি

...........................
আমাকে কী ভাব তুমি
বাইরে কোথাও ঘুরে এসে
ঘরে ফিরে শ্রান্ত মাথা রাখার বালিশ?
বাইরে কোথাও ঘুরে এসে
ঘরে ফিরে শ্রান্ত মাথা রাখার বালিশ?
আমাকে কী ভাব তুমি
ক্লান্তি, বিষণ্ণতা, একঘেয়েমিতে ভরা
এইমাত্র খুলে-রাখা তোমার শার্টের হুক?
গোটা সংসারের কাপড় চোপড় থুবিয়ে রাখার
টানটান করে বাঁধা উঠোনের দড়ি?
ক্লান্তি, বিষণ্ণতা, একঘেয়েমিতে ভরা
এইমাত্র খুলে-রাখা তোমার শার্টের হুক?
গোটা সংসারের কাপড় চোপড় থুবিয়ে রাখার
টানটান করে বাঁধা উঠোনের দড়ি?
আমাকে কী ভাব তুমি
সেই ঘর, যা তুমি সকালে ছেড়ে যাবে
আর ফিরে আসবে সন্ধ্যায়?
সেই ঘর, যা তুমি সকালে ছেড়ে যাবে
আর ফিরে আসবে সন্ধ্যায়?
আমাকে কী ভাব তুমি
সেই ডায়েরি, যখনই ইচ্ছে হবে
তাড়াহুড়ো করে যা তা লিখে রাখবে মর্জিমাফিক?
সেই ডায়েরি, যখনই ইচ্ছে হবে
তাড়াহুড়ো করে যা তা লিখে রাখবে মর্জিমাফিক?
আমাকে কী ভাব তুমি
নীরব দেয়াল, যখন তখন যেখানে সেখানে
পেরেক পুঁতবে?
নীরব দেয়াল, যখন তখন যেখানে সেখানে
পেরেক পুঁতবে?
আমাকে কী ভাব তুমি
সেই বল, যে-কোনো সময় যে-কোনো ভাবেই
যাকে শূন্যে ছুঁড়ে দেওয়া যায়?
সেই বল, যে-কোনো সময় যে-কোনো ভাবেই
যাকে শূন্যে ছুঁড়ে দেওয়া যায়?
আমাকে কী ভাব তুমি
সেই চাদর, যে-কোনো পুরোনো সময়ে
যে-কোনো জায়গায়, যে-কোনো ভাবেই ছড়িয়ে
অথবা নিজেকে ঢেকে রাখতে পার?
সেই চাদর, যে-কোনো পুরোনো সময়ে
যে-কোনো জায়গায়, যে-কোনো ভাবেই ছড়িয়ে
অথবা নিজেকে ঢেকে রাখতে পার?
চুপ করে আছ কেন
বলো, আমাকে কী
ভাব তুমি?
বলো, আমাকে কী
ভাব তুমি?
-Nirmala Putul
Translated into Bangla by
-Prabuddhasundar Kar
-Prabuddhasundar Kar
No comments:
Post a Comment