2/8/16তারিখ ঠাকুর পুকুর কলকাতায় নিখিল ভারত বাঙ্গালী উদ্বাস্তু সমন্বয় সমিতির উদ্যোগে একটি জাগরণী সভা অনুষ্ঠিত হল (বরিশাল নমশুদ্রসেবা সমিতির অম্বেদ্কর যোগেন্দ্র ভবন ) সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট শ্রী দেবাশীষ হালদার .বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড.বিরাট কুমার বৈরাগ্য ,বিশিষ্ট সাহিত্যিক শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর ,রাজ্য কমিটির সম্পাদক শ্রী সন্দীপ বিশ্বাস ,শ্রী পরিমল মজুমদার .সঞ্চালনা করেন শ্রী সুনীল বরণ মিত্র .বাংলদেশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও প্রগতিশীল মানবতাবাদী হত্যার প্রতিবাদ সমাবেশে 5th august সকলে যোগদান করবেন .কলকাতার সমাবেশ সফল করার জন্য্ শ্রী দেবাশীষ হালদার কুড়ি হাজার 20000,শ্রী সুনীল বরণ মিত্র এক হাজার 1000,প্রফেসর শ্রী দীপক হালদার এক হাজার 1000,শ্রী বিমলেন্দূ হালদার পাঁচ শত ,শ্রী হীরা লাল মজুমদার পাঁচ শত ,নিতাই লাল মন্ডল পাঁচ শত মোট তেইশ হাজার পাঁচ শত 23,500 টাকা ড .বিরাট কুমার বৈরাগ্যের হাতে তুলে দেন .
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Tuesday, August 2, 2016
2/8/16তারিখ ঠাকুর পুকুর কলকাতায় নিখিল ভারত বাঙ্গালী উদ্বাস্তু সমন্বয় সমিতির উদ্যোগে একটি জাগরণী সভা অনুষ্ঠিত হল (বরিশাল নমশুদ্রসেবা সমিতির অম্বেদ্কর যোগেন্দ্র ভবন ) সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট শ্রী দেবাশীষ হালদার .বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড.বিরাট কুমার বৈরাগ্য ,বিশিষ্ট সাহিত্যিক শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর ,রাজ্য কমিটির সম্পাদক শ্রী সন্দীপ বিশ্বাস ,শ্রী পরিমল মজুমদার .সঞ্চালনা করেন শ্রী সুনীল বরণ মিত্র .বাংলদেশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ও প্রগতিশীল মানবতাবাদী হত্যার প্রতিবাদ সমাবেশে 5th august সকলে যোগদান করবেন .কলকাতার সমাবেশ সফল করার জন্য্ শ্রী দেবাশীষ হালদার কুড়ি হাজার 20000,শ্রী সুনীল বরণ মিত্র এক হাজার 1000,প্রফেসর শ্রী দীপক হালদার এক হাজার 1000,শ্রী বিমলেন্দূ হালদার পাঁচ শত ,শ্রী হীরা লাল মজুমদার পাঁচ শত ,নিতাই লাল মন্ডল পাঁচ শত মোট তেইশ হাজার পাঁচ শত 23,500 টাকা ড .বিরাট কুমার বৈরাগ্যের হাতে তুলে দেন .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment