Sunday, March 27, 2016

সংবেদনশীল সমস্ত ভারতীয় জনগনকে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আবেদন

রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ডের পর আপ্পা রাও অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে চলে গিয়েছিল (আসলে তাঁকে এই ছুটি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল)। ষড়যন্ত্রের ষোলকলা পূর্ণ করে আবার সে হায়দরাবাদ ইউনিভার্সিটিতে ফিরে আসে। কিছু পেটোয়া শিক্ষক এবং এবিভিপি ছাত্রদের নিয়ে পরিকল্পিত ভাবে ইউনিভার্সিটিতে ভাংচুর করে সে এবং এর দায় চাপিয়ে দেয় আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর। পুলিশ যে ভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনের উপর অত্যাচার নামিয়ে এনেছে তা বর্বর যুগকেও লজ্জা দেবে। এখনো বহু ছাত্র ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এখনি বলে রাখতে চাই এই নির্লজ্জ রাষ্ট্রীয় সন্ত্রাসের মাত্রা আরো বাড়বে। আরো বিষাক্ত ছোবল মারার জন্য ওরা দাঁত নখে শান দিচ্ছে।
সংবেদনশীল সমস্ত ভারতীয় জনগনকে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আবেদন করছি।

No comments:

Post a Comment