Tuesday, March 29, 2016

দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় গুলো ক্রমেই বধ্যভূমিতে পরিণত হয়ে চলেছে।সাধারণ ছাত্রীছাত্রদের নুন্যতম কথা বলার অধিকারটুকু নেই।সাম্প্রতিকতম ঘটনা হাইদ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীছাত্রদের উপর নজির বিহীন আক্রমণ।সারাদেশের মানুষ এই নিয়ে ভিন্ন ভিন্ন মতামতে বিভক্ত।আজ বিশ্বভারতীর ছাত্রীছাত্ররা এই ঘটনা নিয়ে সকলের মতামতকে একবার যাচাই করে নিতে চাইলো।স্পষ্ট করে দিতে চাইলো ছাত্রীছাত্ররা দেশের অগণিত সাধারণ মানুষের সুখদুঃখ নিয়ে চিন্তিত।শোষণ, বঞ্চনা, ধর্মীয়ভেদাভেদ,সংকীর্ণতা এই সমস্ত নেতিবাচক দিক গুলি নিয়ে তারাও তাদের মতামত রাখতে চাই।যদি আঘাত আসে তাহলে তার পাল্টা পরিরোধ গড়ে তোলার ক্ষমতা তারা রাখে।আজকে সেই অবস্থানই স্পষ্ট হল।


রূপনারায়ণ মুখার্জী

দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় গুলো ক্রমেই বধ্যভূমিতে পরিণত হয়ে চলেছে।সাধারণ ছাত্রীছাত্রদের নুন্যতম কথা বলার অধিকারটুকু নেই।সাম্প্রতিকতম ঘটনা হাইদ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীছাত্রদের উপর নজির বিহীন আক্রমণ।সারাদেশের মানুষ এই নিয়ে ভিন্ন ভিন্ন মতামতে বিভক্ত।আজ বিশ্বভারতীর ছাত্রীছাত্ররা এই ঘটনা নিয়ে সকলের মতামতকে একবার যাচাই করে নিতে চাইলো।স্পষ্ট করে দিতে চাইলো ছাত্রীছাত্ররা দেশের অগণিত সাধারণ মানুষের সুখদুঃখ নিয়ে চিন্তিত।শোষণ, বঞ্চনা, ধর্মীয়ভেদাভেদ,সংকীর্ণতা এই সমস্ত নেতিবাচক দিক গুলি নিয়ে তারাও তাদের মতামত রাখতে চাই।যদি আঘাত আসে তাহলে তার পাল্টা পরিরোধ গড়ে তোলার ক্ষমতা তারা রাখে।আজকে সেই অবস্থানই স্পষ্ট হল।

No comments:

Post a Comment