Sunday, March 20, 2016

Sushanta Kar March 19 at 11:57pm মুস্কিল কী জানোতো? আজকাল অন্যে কী করবে না করবে সেসব এক বিশেষ পক্ষ থেকে পরামর্শ , উপদেশ দেয়া হচ্ছে। এই আবেদন আমি একা করিনি। করেছেন এই রাজ্যের এমন কিছু লোক যারা এই সমাজের জন্যে শুধু লেখেন না অনেক কিছু ত্যাগ স্বীকার করে করেনও। এই মুহূর্তে তাদের সবার উদ্দেশ্য হচ্ছে ফ্যাসীবাদ আটকানো, দেশের মানুষের অধিকার মর্যাদার রক্ষা করা। আমি আশা করছি, সেসব স্লোগান যদি কেউ দিয়েও থাকে তাতে দেশের আম জনতার বিশেষ কোনো বিপদ হয় নি, বরং বিপদের বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে ফাঁসিয়ে দিয়ে দমন করবার কাজটা ভালোরকমই হচ্ছে, আমাদের আপাতত লক্ষ্য সেই দমনকে প্রতিহত করা। আন্দোলনকে দেশময় ছড়িয়ে দেয়া। পক্ষবিপক্ষকে সমালোচনার প্রদর্শন করা নয়। সুস্থ সমাজ গড়তে হলে ফ্যাসীবাদীদের আটকানো এই সময়ের প্রধান কাজ, আমাদের বিবেচনাতে। তোমার যদি কোনো ভিন্ন মত থাকে তবে ভালোই, সেই কাজগুলো তুমি নিজে করলে ভালো হয়। অন্যকে পরামর্শ দিলে মনে হয় তুমিও ফ্যাসীবাদী পক্ষেই কথা বলছো।

Sushanta Kar
March 19 at 11:57pm
 
মুস্কিল কী জানোতো? আজকাল অন্যে কী করবে না করবে সেসব এক বিশেষ পক্ষ থেকে পরামর্শ , উপদেশ দেয়া হচ্ছে। এই আবেদন আমি একা করিনি। করেছেন এই রাজ্যের এমন কিছু লোক যারা এই সমাজের জন্যে শুধু লেখেন না অনেক কিছু ত্যাগ স্বীকার করে করেনও। এই মুহূর্তে তাদের সবার উদ্দেশ্য হচ্ছে ফ্যাসীবাদ আটকানো, দেশের মানুষের অধিকার মর্যাদার রক্ষা করা। আমি আশা করছি, সেসব স্লোগান যদি কেউ দিয়েও থাকে তাতে দেশের আম জনতার বিশেষ কোনো বিপদ হয় নি, বরং বিপদের বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে ফাঁসিয়ে দিয়ে দমন করবার কাজটা ভালোরকমই হচ্ছে, আমাদের আপাতত লক্ষ্য সেই দমনকে প্রতিহত করা। আন্দোলনকে দেশময় ছড়িয়ে দেয়া। পক্ষবিপক্ষকে সমালোচনার প্রদর্শন করা নয়। সুস্থ সমাজ গড়তে হলে ফ্যাসীবাদীদের আটকানো এই সময়ের প্রধান কাজ, আমাদের বিবেচনাতে। তোমার যদি কোনো ভিন্ন মত থাকে তবে ভালোই, সেই কাজগুলো তুমি নিজে করলে ভালো হয়। অন্যকে পরামর্শ দিলে মনে হয় তুমিও ফ্যাসীবাদী পক্ষেই কথা বলছো।

No comments:

Post a Comment