Tuesday, March 29, 2016

Saradindu Uddipan March 29 at 12:25am মূল ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূলনিবাসী বহুজনের আত্তপরিচয়, আত্তমর্যাদা রক্ষা করার জন্য জাতিসঙ্ঘের সনদের স্বাক্ষর করেছিল ভারতবর্ষ। কিন্তু রোহিতের প্রাতিষ্ঠানিক হত্যায় প্রমানিত হল যে এই প্রতিশ্রুতি কেবল লোক দেখানোও। আজও নির্দিষ্ট কোন জাতির পরিচয়ই ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাড়াচ্ছে। ভারত রাষ্ট্র এই অসহায় মানুদের রক্ষা করতে পারছে না। স্বাভাবিক কারনেই রোহিত স্বাধিকার প্রশ্ন তাই জাতিসংঘের চলমান বইঠকে উঠে এসেছে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি।


Saradindu Uddipan
March 29 at 12:25am
 
মূল ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মূলনিবাসী বহুজনের আত্তপরিচয়, আত্তমর্যাদা রক্ষা করার জন্য জাতিসঙ্ঘের সনদের স্বাক্ষর করেছিল ভারতবর্ষ। কিন্তু রোহিতের প্রাতিষ্ঠানিক হত্যায় প্রমানিত হল যে এই প্রতিশ্রুতি কেবল লোক দেখানোও। আজও নির্দিষ্ট কোন জাতির পরিচয়ই ব্যক্তির মৃত্যুর কারণ হয়ে দাড়াচ্ছে। ভারত রাষ্ট্র এই অসহায় মানুদের রক্ষা করতে পারছে না।
স্বাভাবিক কারনেই রোহিত স্বাধিকার প্রশ্ন তাই জাতিসংঘের চলমান বইঠকে উঠে এসেছে। ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি।
भारत व् सर्व जगातील बहुजन समाजाने रोहित वेमुला च्या न्यायासाठी केलेल्या आंदोल ना चा परिणाम हा मुद्दा...

No comments:

Post a Comment