Tuesday, March 8, 2016

পূর্ণগ্রাস সূর্যগ্রহন : হ্যাঁ আজ বুধবার ৯ ই মার্চ হতেযাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহন।


Mohsin Chowdhury
পূর্ণগ্রাস সূর্যগ্রহন : হ্যাঁ আজ বুধবার ৯ ই মার্চ হতেযাচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহন।
আর এ গ্রহন দেখাযাবে বিশ্বের অনেক দেশ সহ আমাদের বাংলাদেশ থেকেও।
বাংলাদেশ সময় সকাল ০৬ টা বেজে ১৭ মিনিটে এ গ্রহন শুরু হবে ও শেষ হবে সকাল ১০ টা বেজে ৩৫ মিনিটে।
আবহাওয়া পরিস্কার থাকলে বাংলাদেশের সকল স্থান থেকে এ গ্রহন দেখা যাবে।
তবে বাংলাদেশ থেকে আংশিক গ্রহন দেখা যাবে।
গ্রহন সবচেয়ে ভালো দেখা যাবে আন্দামান নিকোবর থেকে।
প্রথম গ্রহন : সকাল ০৫:১৯ মিনিটে।
বাংলাদেশ থেকে খালি চোখে দেখা যাবে সকাল ০৬:১৭ মিনিটে।
শেষ হবে : সকাল ১০:৩৫ মিনিটে।
সাবধানতা : গ্রহন চলা কালে আপনারা কেউ খালি চোখে সূর্যের দিকে তাকাবেন্না। শুধুমাত্র ওয়েল্ডিং গ্লাস দিয়ে দেখতে পারেন।
তাছাড়া সূর্যগ্রহণ চলার সময় আপনারা সকল স্বাভাবিক কাজ করতে পারবেন। সূর্যগ্রহণ চলাকালীন সময় যত প্রকার কুসংস্কার প্রচলিত আছে আমাদের দেশে তার কোন ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি নেই, সুতরাং এগুলো নিয়ে কোন চিন্তা করবেন না।
গর্ভবতী মহিলারাও নিরাপদ।

No comments:

Post a Comment