প্রিয় পাঠক,
প্রকাশিত হল ‘বাক্ ৯৬’। আপনার সক্রিয় উপস্থিতি ছাড়া এই আয়োজন সফল হতে পারে না। আমরা চাই আপনি আপনার পাঠ এবং মতামতের দ্বারা আমাদের শ্রম ও আকুলতা সার্থক করে তুলুন। অনুগ্রহকরে ক্লিক করুন-
আমরা দ্রুত ১০০তম সংখ্যাটির দিকে এগিয়ে চলেছি। যেদিন যাত্রা শুরু হয়েছিল, এই স্বপ্ন দেখাও অসম্ভব ছিল। কিন্তু তা বাস্তব হতে চলল। এটা আমাদের নয়, সামগ্রিকভাবেই আন্তর্জালে কবিতা চর্চার জয়। আপনার জয়।
এই উপলক্ষ্যে আমরা একটি সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ ‘বাক ১০০’ প্রকাশিত হবে যুগপৎ আন্তর্জালে এবং প্রিন্ট মাধ্যমেও। সংকলন গ্রন্থটিতে ৫৫ জনের কবিতা রাখা হবে। ৩০ জনের কবিতা ‘বাক’-এর বিভিন্ন সংখ্যা থেকে নির্বাচিত হবে, এবং ২৫ জনের কবিতা বেছে নেওয়া হবে আমাদের পাঠানো কবিতা থেকে।
এই সংকলনের জন্য যে কেউ কবিতা পাঠাতে পারেন। লেখক কপি দেওয়ার ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা চলছে।
ধন্যবাদান্তে
অনুপম মুখোপাধ্যায়
পুনশ্চ : আমরা অগ্রিম ক্রেতা চাই। দাম ১০০ টাকা। অগ্রিম সংগ্রহ করলে ক্যুরিয়ারে নিলে যা মূল্য, পরে দোকান থেকে নিলেও ওই একই মূল্যে পাওয়া যাবে। আমরা চাই বইটি প্রকাশের আগেই পাঠকের সাড়া। আপনি সংকলনটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন। অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেওয়া হবে। বই প্রকাশিত হবে ২০১৬-র মহালয়ায়। আপনি তার দু-একদিনের মধ্যেই ক্যুরিয়ার বা স্পিডপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন।
অ.ম.
অনুপম মুখোপাধ্যায়
No comments:
Post a Comment