Tuesday, March 1, 2016

If Bardhaman University Sudents may win why JNU should not? We shall OVERCOME! Students win against gunda raj in Bardhman,West Bengal! Students always win and always the ruler eats the Dust. JNU students have to win.Universities have to be sustained. Knowledge is the source of freedom. History stands for universities! Science overcomes the remgim of fascism. We stand with JNU! We stand with Jadavput! We stand with all universities whatever might come! Palash Biswas In response to Hokkolorob post Hokkolrob Ami Bohiragato Sayan with Amlan Agun Jole Uthuk and 98 others. 11 hrs · রাজনৈতিক রঙ,ঝান্ডা,পার্টি হীন আন্দোলনরত সাধারণ ছাত্রী-ছাত্রদের কাছে মাথা নোয়াতে বাধ্য হল পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী নিগ্রহে মূল অভিযুক্ত অংশুমান গোস্বামী, মঙ্গল রায়, সীতারাম মুখার্জীকে পুলিশ গ্রেফতার করল। গত শুক্রবার সাধারন ছাত্রী-ছাত্ররা ন্যায্য দাবি (মূলত পরীক্ষা পিছনোর, সঠিক সময়ে নির্ভুল রেসাল্ট প্রকাশের দাবিতে) নিজেরাই লড়ে নেওয়ার জন্য অনশন আন্দলনের মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থান চালাচ্ছিল। সেদিন সন্ধ্যায় যখন অনশনের প্রায় ৩০ ঘণ্টা অতিক্রান্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আলো নিভিয়ে বহিরাগত গুন্ডাবাহিনী হামলা চালায় শান্তিপূর্ণ অবস্থানকারী সাধারণ ছাত্রী-ছাত্রদের উপর। পেরেকপোঁতা কাঠ, বাঁশ নিয়ে ছাত্রী-ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। এর ই প্রতিবাদে গতকাল বর্ধমান স্টেশন থেকে রাজবাটি পর্যন্ত প্রায় ৪০০ জন সাধারণ ছাত্রী-ছাত্রদের একটি মিছিল ভিসির কাছে ডেপুটেশন দিতে যায়। যার দাবি ছিল মূলত - ১) এই ঘটনার জন্য ভিসির নিঃশর্ত ক্ষমা চাওয়া। ২) পরীক্ষা পিছনো। ৩) সঠিক সময়ে নির্ভুল রেসাল্ট প্রকাশ। যদিও নির্লজ্জ ভিসি এর পরেও ডেপুটেশন নিননি। তাই ছাত্রী-ছাত্ররা রেজিস্ট্রারকে ডেপুটেশন দেয়। তারপর বর্ধমান থানায় ছাত্রী-ছাত্রদের তরফে F.I.R. করা হয়। রবিবার যে পুলিশ F.I.R. নেয়নি তারাই গতকাল সাধারণ ছাত্রী-ছাত্রদের চাপে বাধ্য হয় F.I.R. নিতে। লড়াই চলছে। আঘাত যত নামবে মিছিল তত বাড়বে। ‪#‎হোক_প্রতিবাদ‬ (বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে পাওয়া খবর এর ভিত্তিতে পোস্ট টি করা।)

If Bardhaman University Sudents may win why JNU should not?
We shall OVERCOME!
Students win against gunda raj in Bardhman,West Bengal!
Students always win and always the ruler eats the Dust.
JNU students have to win.Universities have to be sustained.
Knowledge is the source of freedom.
History stands for universities!
Science overcomes the remgim of fascism.
We stand with JNU!
We stand with Jadavput!
We stand with all universities whatever might come!
Palash Biswas
In response to Hokkolorob post
রাজনৈতিক রঙ,ঝান্ডা,পার্টি হীন আন্দোলনরত সাধারণ ছাত্রী-ছাত্রদের কাছে মাথা নোয়াতে বাধ্য হল পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বর্ধমান 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী নিগ্রহে মূল অভিযুক্ত অংশুমান গোস্বামী, মঙ্গল রায়, সীতারাম মুখার্জীকে পুলিশ গ্রেফতার করল। গত শুক্রবার সাধারন ছাত্রী-ছাত্ররা 
ন্যায্য দাবি (মূলত পরীক্ষা পিছনোর, সঠিক সময়ে নির্ভুল রেসাল্ট প্রকাশের 
দাবিতে) নিজেরাই লড়ে নেওয়ার জন্য অনশন আন্দলনের মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থান 
চালাচ্ছিল। সেদিন সন্ধ্যায় যখন অনশনের প্রায় ৩০ ঘণ্টা অতিক্রান্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আলো নিভিয়ে বহিরাগত গুন্ডাবাহিনী হামলা চালায় শান্তিপূর্ণ অবস্থানকারী সাধারণ ছাত্রী-ছাত্রদের উপর। পেরেকপোঁতা কাঠ, বাঁশ নিয়ে ছাত্রী-ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। এর ই প্রতিবাদে গতকাল বর্ধমান স্টেশন থেকে রাজবাটি পর্যন্ত প্রায় ৪০০ জন সাধারণ ছাত্রী-ছাত্রদের একটি মিছিল ভিসির কাছে ডেপুটেশন দিতে যায়। যার দাবি ছিল মূলত -
১) এই ঘটনার জন্য ভিসির নিঃশর্ত ক্ষমা চাওয়া।
২) পরীক্ষা পিছনো।
৩) সঠিক সময়ে নির্ভুল রেসাল্ট প্রকাশ।
যদিও নির্লজ্জ ভিসি এর পরেও ডেপুটেশন নিননি। তাই ছাত্রী-ছাত্ররা রেজিস্ট্রারকে ডেপুটেশন দেয়। তারপর বর্ধমান থানায় ছাত্রী-ছাত্রদের তরফে
F.I.R. করা হয়। রবিবার যে পুলিশ F.I.R. নেয়নি তারাই গতকাল সাধারণ ছাত্রী-ছাত্রদের চাপে বাধ্য হয় F.I.R. নিতে।
লড়াই চলছে।
আঘাত যত নামবে মিছিল তত বাড়বে।
‪#‎হোক_প্রতিবাদ‬
(বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে পাওয়া খবর এর ভিত্তিতে পোস্ট টি করা।)

No comments:

Post a Comment