Thursday, March 10, 2016

Sushanta Kar অভ্যাস নিয়ে মানুষ কোনো প্রশ্ন তোলে না। সমস্যা সেখানেই। অপরাজিতা চৌধুরী যখন জিসি কলেজ থেকে শিলচর মহিলা কলেযে অধ্যক্ষা হন--মেয়েদের চুড়িদার কুর্তা পরাতে নিষেধাজ্ঞা চাপান। ব্যাপার কী? না , পোশাকটি দেশীয় না---আর অশালীন। বুঝুন ঠ্যালা! শাড়ির চাইতে অশালীন কিছু হতে পারে! এককালে, ভারতীয় শালীন পন্থীরা ব্লাউজ পরাটাকেও অশালীন এবং পশ্চিমা সংস্কৃতি বলে নিন্দে করেছিলেন। কেরালাতে রীতিমত সামন্তীয় নির্দেশ ছিল, মেয়েরা, বিশেষ করে দলিত মেয়েরা বুক ঢাকতে পারবেন না। আর ঢাকতে চাইলে কর দিতে হবে। তার বিরুদ্ধে লড়ে প্রাণ দিয়ে হয়েছিল নাঙেলি নামে এক বীর মহিলাকে... এখানে দেখুন.

অভ্যাস নিয়ে মানুষ কোনো প্রশ্ন তোলে না। সমস্যা সেখানেই। অপরাজিতা চৌধুরী যখন জিসি কলেজ থেকে শিলচর মহিলা কলেযে অধ্যক্ষা হন--মেয়েদের চুড়িদার কুর্তা পরাতে নিষেধাজ্ঞা চাপান। ব্যাপার কী? না , পোশাকটি দেশীয় না---আর অশালীন। বুঝুন ঠ্যালা! শাড়ির চাইতে অশালীন কিছু হতে পারে! এককালে, ভারতীয় শালীন পন্থীরা ব্লাউজ পরাটাকেও অশালীন এবং পশ্চিমা সংস্কৃতি বলে নিন্দে করেছিলেন। কেরালাতে রীতিমত সামন্তীয় নির্দেশ ছিল, মেয়েরা, বিশেষ করে দলিত মেয়েরা বুক ঢাকতে পারবেন না। আর ঢাকতে চাইলে কর দিতে হবে। তার বিরুদ্ধে লড়ে প্রাণ দিয়ে হয়েছিল নাঙেলি নামে এক বীর মহিলাকে... এখানে দেখুন.
As yet another International Women's Day dawns, this coastal town recollects the extraordinary sacrifice by a young woman about a hundred years ago.
TIMESOFINDIA.INDIATIMES.COM

No comments:

Post a Comment