Sunday, July 10, 2016

রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যা কান্ডের প্রতিবাদ জানিয়ে সারা পশ্চিমবঙ্গে জুড়ে যে দলিত-বহুজন স্বাধিকার আন্দোলনের সূচনা হয়েছে তার প্রস্তুতি পর্বের একটি মহতি অনুষ্ঠান হল গড়িয়ার পৌণ্ড্র ক্ষত্রিয় উন্নয়ন পরিষদে।

Saradindu Uddipan
রোহিত ভেমুলার প্রাতিষ্ঠানিক হত্যা কান্ডের প্রতিবাদ জানিয়ে সারা পশ্চিমবঙ্গে জুড়ে যে দলিত-বহুজন স্বাধিকার আন্দোলনের সূচনা হয়েছে তার প্রস্তুতি পর্বের একটি মহতি অনুষ্ঠান হল গড়িয়ার পৌণ্ড্র ক্ষত্রিয় উন্নয়ন পরিষদে।
ছেলেদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। এই সভার আলোচনার মূল বিষয় ছিল রোহিতের আন্দোলনকে কেবলমাত্র ছাত্রছাত্রীদের আন্দোলন হিসেবে না দেখে এটিকে দলিত-বহুজনের আন্দোলন হিসেবে তুলে ধরা।
আলোচনায় অংশগ্রহণ করেন মেডিক্যাল কলেজের ছাত্র আন্দোলনের দুই ছাত্র নেতা দেবাশিস এবং আদিত্য। দিল্লীর জহরলাল ইউনিভার্সিটির ছাত্র নেতা গবেষক সুমিত্রান। শিক্ষক সুকেশ মালি, গবেষক পলাশ মণ্ডল এবং ছাত্রালয়ের তাপস হালদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হৃষীকেশ বর্মণ।
ছাত্রদের সাথে এই আন্তরিক আলোচনায় আন্দোলনের আগামী কর্মসূচীর দিকে আলোকপাত করা হয়।
জয় ভীম, জয় ভারত
দলিত-বহুজন স্বাধিকার আন্দোলন জিন্দাবাদ।

No comments:

Post a Comment