Tuesday, July 5, 2016

Continued saga of Genocide?লাশের মিছিল শুরু হয়েছিল সেই ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী থেকেই ...কান্না আর থামছে না ... খুনের রাজত্বে হায়নেরাই খুশি ...তারা এখনও অট্টহাসি দেয় ...সেই পুরোনো ব্লেইম গেইম ..... বিচারের বানী নিভৃতেই থেকে যাচ্ছে ।


Continued saga of Genocide?

Wahid Un Nabi:লাশের মিছিল শুরু হয়েছিল সেই ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী থেকেই ...কান্না আর থামছে না ... খুনের রাজত্বে হায়নেরাই খুশি ...তারা এখনও অট্টহাসি দেয় ...সেই পুরোনো ব্লেইম গেইম ..... বিচারের বানী নিভৃতেই থেকে যাচ্ছে ।
হারিয়ে যাবে গুলশান ট্রেজিটিও ...যেমনটি ...এস পি বাবুল স্ত্রী মিতুর হত্যা / তনু হত্যা / রানা প্লাজা / হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোপাট / ফেলানির ঝুলন্ত লাশ/ বিশ্বজিৎ সহ অনেক ব্লগার হত্যা ...অগনিত ভাসমান লাশ... গুম হয়ে যাওয়া শ খানেক প্রিয় মুখ ... কয়েকদিন চলবে শোকের মাতম তারপর আসবে নতুন এপিসোড ...
ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে বাংলাদেশ ...এখন মৃত্যুর দ্বার প্রান্তে ।
বিদেশী বিনিয়োগ চলে যাবে আসবে মাড়োয়াড়িরা ... হারিয়ে যাবে ঐতিহ্য বাহী পোশাক শিল্প । ভিক্ষার দ্বার টিও বন্ধ হয়ে যাবে বহির্বিশ্বে । প্রবাসে অবস্থিত কোটি বাংলাদেশী এখন জঙ্গি দেশের নাগরিক বলে খ্যাত ।
হাইলি পেইড মাল্টি নেশোনাল কর্পোরেট ভাই/ বোনেরা অনেক তো চুপচাপ ছিলেন ? আপনাদের বেকারত্ব এখন সময়ের ব্যাপার মাত্র ... সুট টাই খোলার প্রস্তুতি নিন ছেঁড়া পাঞ্জাবিও মিলবে কিনা সন্দেহ আছে ?
আমি/আমরা ২৪/০৭/৩৬৫/০৭ বছর আপনাদের কাছে বার বার কড়া নেড়েছি কিন্তু আপনারা সো কল্ড সুশিল জনতা কোন ভ্রূক্ষেপ করেন নি । ফিনিক্স পাখির অপেক্ষায় না থেকে এখুনই জেগে উঠার সময় । সময় খুব অল্প ।না হয়... আজ অবন্তিরা কাল আপনি বা আমি জায়গা করে নিতে হবে এই কফিন বক্সে।
জীবন / দেশ আপনার... সিদ্ধান্তও আপনার ।
চোখের জ্বলে পতাকাটাই শুধু সাক্ষি হয়ে থাকল ।



No comments:

Post a Comment