Sunday, July 3, 2016

জাতপাতের উলঙ্গ ভূমিঃ Saradindu Uddipan

জাতপাতের উলঙ্গ ভূমিঃ Saradindu Uddipan
তথাকথিত উন্নত, উচ্চবর্ণ, পেশিশক্তি সম্পন্ন ভারতবাসীরা আবার প্রমান করল যে তাদের গর্বের রামরাজ্যে শম্বূক বা একলব্যদের কোন জায়গা নেই। তা সে শম্বূক বা একলব্য যতই মহান হোক, যতই বীর হোকনা কেন। এই সাধের রামরাজ্য রক্ষা করার জন্য লড়তে লড়তেও যদি সে মৃত্যুবরণ করে তবুও তার অন্তিম শয্যার জন্য এক চিলতে মাটি পাবে না। সাম্প্রতি উত্তর প্রদেশের ফিরোজাবাদের তথাকথিত উচ্চবর্ণীও সম্প্রদায়ের মানুষেরা প্রমান করল যে তাদের রামরাজ্যের পবিত্র ভূমিতে একজন অচ্ছুৎ দলিতের শেষকৃত্য সম্পন্ন করে মাটিকে তারা অপবিত্র হতে দিতে পারেনা। তাদের পাবন ভুমির পবিত্রতা দেশ রক্ষার জন্য নিহত একজন বীর জওয়ানের থেকেও অনেক বেশি পুণ্যবান। এই পবিত্র আবেগ এত পরাক্রান্ত যে তার কাছে পৃথিবীর সর্ববৃহৎ পদাতিক বাহিনীকেও পিছু হটতে হয়েছে। নিশ্চিত ভাবেই বহুল প্রচারিত সংবাদটি ৮৫% দলিত-বহুজন মানুষের প্রতি চরম ঘৃণা বিদ্বেষ ও ভেদভাবের নিকৃষ্টতম নিদর্শন যা ভারতবর্ষকে জাতপাতের এক উলঙ্গ ভূমিতে পরিণত করেছে।
৩৫ বছরের বীর সিং ছিলেন Central Reserve Police Force এর একজন কনেস্টেবল। তিনি ছিলেন নট সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণ্য শাসনের ভেদ নীতি এই নট সম্প্রদায়কে ভূমিহীন করে ছেড়েছিল। তারা যাযাবরের মত বিভিন্ন স্থানে অস্থায়ী ভাবে বাস করতে বাধ্য হত এবং যাদু খেলা দেখিয়ে উপার্জন করত। গ্রামের উচ্চবর্ণ মানুষেরা এদের ভূমি দাস হিসেবে ব্যবহার করত।
বাবা সাহেব আম্বেদকরের সাংবিধানিক রক্ষাকবচই এই নোমাডিক মানুষগুলিকে শিক্ষার আঙিনায় নিয়ে আসে। বীর সিং হলেন সেই প্রথম জেনেরেশন যে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে Central Reserve Police Force এ চাকরী পায় এবং ধীরে ধীরে নিজের সংসারকে গড়ে তুলতে শুরু করে। বীর সিং ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনের উৎস। ভাই কায়িক শ্রমিক, বাবা রিক্সা চালক।
গত ২৬শে জুন দক্ষিণ কাশ্মীরের পাম্পুরের একটি সন্ত্রাসবাদী আক্রমণে Central Reserve Police Force এর ৮ জওয়ানের সাথে তার মৃত্যু হয়। সেন্ট্রাল পুলিশ ফোর্স তার শবাধার নিয়ে সিকোহাবাদ গ্রামে আসলে উচ্চবর্ণের মানুষেরা তার শেষকৃত্যের জন্য সরকারী জায়গা দিতে প্রবল বাঁধা সৃষ্টি করে। পরে অবশ্য সরকারী হস্তক্ষেপে 10X10 মিটার জায়গা দিতে বাধ্য হয় তথাকথিত উচ্চবর্ণ সমাজ।
ব্রাহ্মন্যবাদের চাষ করা জাতপাতের আগাছা এখনো যে সমান ভাবে প্রগতিকে রুদ্ধ করে দিচ্ছে তা শহীদ বীর সিং’এর প্রতি তার নিজের গ্রামের বর্ণবাদী মানুষের আচরণ থকেই পরিষ্কার হয়ে গেছে।
আমরা এই ভয়ঙ্কর কদাচার ও ভেদভাবের মানসিকতাকে দলিত-বহুজন স্বাধিকার আন্দোলন, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ধিক্কার জানাই
জয় ভীম, জয় ভারত
দলিত-বহুজন স্বাধিকার আন্দোলন জিন্দাবাদ।

No comments:

Post a Comment