Monday, July 4, 2016

Tarak Biswas যা করার নবীনরাই করবে, যুগে যুগে তারাই করে আসছে, প্রবীণদের উচিত নিজেদের সম্মান বজায় রেখে নবীনদের জায়গা ছেড়ে দেওয়া, তারা কিছু করতে চাইলে- কোনো ধরণের বিতর্ক না করে তাদের উৎসাহিত করা ও সহযোগিতা করা,

অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ বয়স্ক লোক নবীনদের গুরুত্ব দেয় না, তাদের অবহেলা করে ও নিজেদের ধারণা নবীনদের উপর চাপিয়ে দেয়, এটাই তাদের সব থেকে বড় অক্ষমতা, 
এইজন্যে দেখেছি শূদ্রদের মিটিং গুলিতে বয়স্ক লোকের ভিড়, নতুন জেনারেশান সেখানে নগন্য, 
এও দেখেছি যে, যে লোকটি শূদ্র আন্দোলন করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলেছে, তার বাড়ির ইয়াং ছেলেটি মনুবাদী সংস্কৃতি পালন করার জন্য পাড়ার লোককে চাঁদার জুলুম করছে ও মনুবাদী দলগুলির হয়ে ফ্রি শ্রম বিনিয়োগ করছে, 
তাই বেশিরভাগ প্রবীণ লোকদের প্রতি আর কোনো ভরসা নেই, যতই তারা স্ব-শিক্ষিত হোক, তারা নিজের পরিবারকে শিক্ষিত করতে পারেনি, নিজের সমাজকে আপন করতে পারেনি,
এখনো যে তারা কিছু করতে পারবে সে আশা করি না,
যা করার নবীনরাই করবে, যুগে যুগে তারাই করে আসছে,
প্রবীণদের উচিত নিজেদের সম্মান বজায় রেখে নবীনদের জায়গা ছেড়ে দেওয়া,
তারা কিছু করতে চাইলে- কোনো ধরণের বিতর্ক না করে তাদের উৎসাহিত করা ও সহযোগিতা করা,

No comments:

Post a Comment