Tuesday, April 5, 2016

আজ তিন দিন হলো ঠাকুর নগরে জন ঢল নামল ; গত রাত 1.30টা থেকে বিকাল 3.00টা পর্যন্ত =13ঘন্টা 30মিনিটে কামনা সাগরে স্নান করেছেন প্রায় 1190000লোক ; তবুও ইলেকট্রনিক মিডিয়া ,সংবাদপত্র কোন প্রকার খবর ছাপেনি ; কিন্তু কেনো ?এটাই ব্রাহ্মণ্যবাদ !ওঁরা প্রচার করে এই ঘটনাকে প্রচার -প্রসার করতে চায় না ; এবং সেই জন্য মেলা প্রাঙ্গনে সোশ্যাল মিডিয়া যেন প্রচার করতে না পারে তাঁর জন্যও ব্যবস্থা ছিলো -

আজ তিন দিন হলো ঠাকুর নগরে জন ঢল নামল ; গত রাত 1.30টা থেকে বিকাল 3.00টা পর্যন্ত =13ঘন্টা 30মিনিটে কামনা সাগরে স্নান করেছেন প্রায় 1190000লোক ;
তবুও ইলেকট্রনিক মিডিয়া ,সংবাদপত্র কোন প্রকার খবর ছাপেনি ; কিন্তু কেনো ?এটাই ব্রাহ্মণ্যবাদ !ওঁরা প্রচার করে এই ঘটনাকে প্রচার -প্রসার করতে চায় না ; এবং সেই জন্য মেলা প্রাঙ্গনে সোশ্যাল মিডিয়া যেন প্রচার করতে না পারে তাঁর জন্যও ব্যবস্থা ছিলো -

No comments:

Post a Comment