Monday, June 27, 2016

সংরক্ষণের জন্য বাংলার ব্রাহ্মনেরা ভীষণ দুঃখী.

"আমার নিজের প্রতি মাঝে মাঝে খুব দুঃখ লাগে, কেননা আমি ব্রাহ্মণ। দুঃখ হয় এই কারণেই যা আমি রিজার্ভেশন পাই না, অথচ কিছু মানুষ সংরক্ষণ পায়। কেন সংরক্ষণ রে ? তোমার ১০ বিঘা জমি আছে, তাঁর পরেও সংরক্ষণ চাইছ"? কথাগুলি খুব ক্ষোভের সাথে গড় গড় করে বলে গেলেন অহনা চক্রবর্তী যিনি বাবা সাহেব ডঃ বিআর আম্বেদকর ইন্সটিটিউট অব এডেকেশনের অধ্যক্ষ। তিনি দ্বিধাহীন ভাবে সংরক্ষণের বিরুদ্ধে বক্তব্য রাখলেন রামানুজ মিশন ট্রাস্ট, ইউনাইটেড রিলিজিয়নস ইনিটিয়েটিভ, ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্গানাজেশন কোলকাতা, আইএস আই এসএআর সংগঠনগুলির যৌথ উদ্যোগে আয়োজিত " Grand Global Peace Meet" শিরোনামে একটি সেমিনারে। কোলকাতার সেবাকেন্দ্রে আজ সকাল ১০টা থেকে এই সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারের উদ্বোধন করেন রামানুজ মিশন ট্রাস্টের অধ্যক্ষ অধ্যাপক চতুর্বেদী। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনাথ চট্টোপাধ্যায়, নন্দকুমার, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে এবং আরো অনেকে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেভারেন্ট কল্যাণ কুমার কিস্কু।

No comments:

Post a Comment