Wednesday, June 29, 2016

"মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশকে সরিয়ে নেওয়াই বর্তমান সঙ্কটের মূল কারণ।"

"মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশকে সরিয়ে নেওয়াই বর্তমান সঙ্কটের মূল কারণ।"
http://weeklyekota.net/?page=details&serial=1805
*****
মুক্তিযুদ্ধের ধারাতে দেশকে ফিরিয়ে আনার জন্য দরকার মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্যের উদ্ধার। সিপিবির দলিলে কি আমাদের প্রথম বাংলাদেশ সরকার স্বীকৃতি পাবে? স্বীকৃতি পাবে আমাদের স্বাধীনতার ঘোষণা? স্বাধীনতার ঘোষণা এবং প্রথম বাংলাদেশ সরকারকে স্বীকার ও শ্রদ্ধা জ্ঞাপন ছাড়া দেশকে স্বাধীনতার ধারাতে ফিরিয়ে আনা অসম্ভব।
******
১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার
অস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
মন্ত্রিপরিষদ সদস্য :
*১. ক্যাপটেন এম. মনসুর আলী [প্রথম অর্থমন্ত্রী]
* ২. খন্দকার মোশতাক আহমেদ [পররাষ্ট্রমন্ত্রী]
*৩. এ. এইচ. এম কামারুজ্জামান [ প্রথম স্বরাষ্ট্র এবং ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী]


No comments:

Post a Comment