Thursday, June 30, 2016

Saradindu Uddipan সিধু-কানুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে সকলকে "হুল" জোহার জানাই। সাঁওতাল হুলঃ “নুসৌসাবন নওয়ারাবোন চেলে হু বাকো তেঙ্গোন খাঁটি গেবন হুল গেয়া হো” । (সাঁওতাল বিদ্রোহের সেরেং) এই গান গাইতে গাইতে সিধু, কানু, চাঁদ, ভৈরব ১০০০০ সৈন্য সমাবেশ করে ঠাকুরবাবার নামে শালগিরা পাঠিয়ে সিংহ গর্জনে ডাক দিয়ে বলল, ‘দেলায়া বিরিদ পে......দেলায়া তিঙ্গুন পে...।

Saradindu Uddipan
সিধু-কানুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে সকলকে "হুল" জোহার জানাই।
সাঁওতাল হুলঃ
“নুসৌসাবন নওয়ারাবোন চেলে হু বাকো তেঙ্গোন
খাঁটি গেবন হুল গেয়া হো” ।
(সাঁওতাল বিদ্রোহের সেরেং)
এই গান গাইতে গাইতে সিধু, কানু, চাঁদ, ভৈরব ১০০০০ সৈন্য সমাবেশ করে ঠাকুরবাবার নামে শালগিরা পাঠিয়ে সিংহ গর্জনে ডাক দিয়ে বলল, ‘দেলায়া বিরিদ পে......দেলায়া তিঙ্গুন পে...।

No comments:

Post a Comment