Thursday, June 30, 2016

Hindol Bhattacharjee প্রচুর কবিতা পত্রিকা পড়ছি, বেশ ভাল। কিন্তু এখন এত কবিতা এক সঙ্গে পড়তে সমস্যা হয়। আরো একটা জিনিস মনে হয়, একটা কি দুটো কবিতায় কবিকে বোঝা যায় কি? এমন কোনো কাগজ করা যায় কি, যেখানে প্রতি সংখ্যায় একজন কবির অনেকগুলি কবিতা থাকবে, তাঁ্র কবিতাভাবনাও থাকবে। এতে যদি প্রতি মাসে একটি করে কাগজ করা যায়, তাহলে বছরে বারোজন কবির সুসম্পাদিত কবিতাগুচ্ছ, প্রতিনিধিস্থানীয়, পাঠকের কাছে তুলে দেওয়া যায়। কবির ব্যক্তিত্ব প্রকাশ হয় তাতে। সঙ্গে কোনো কবি বা লেখকের দীর্ঘ গদ্য থাকতে পারে, সাক্ষাৎকার থাকতে পারে বা ফিলজফকাল ডায়ালগ থাকতেও পারে। আর থাকতে পারে একটি কি দুটি বইয়ের উৎকৃষ্ট আলোচনা। বন্ধুরা ভেবে দেখতে পারেন।

প্রচুর কবিতা পত্রিকা পড়ছি, বেশ ভাল। কিন্তু এখন এত কবিতা এক সঙ্গে পড়তে সমস্যা হয়। আরো একটা জিনিস মনে হয়, একটা কি দুটো কবিতায় কবিকে বোঝা যায় কি? এমন কোনো কাগজ করা যায় কি, যেখানে প্রতি সংখ্যায় একজন কবির অনেকগুলি কবিতা থাকবে, তাঁ্র কবিতাভাবনাও থাকবে। এতে যদি প্রতি মাসে একটি করে কাগজ করা যায়, তাহলে বছরে বারোজন কবির সুসম্পাদিত কবিতাগুচ্ছ, প্রতিনিধিস্থানীয়, পাঠকের কাছে তুলে দেওয়া যায়। কবির ব্যক্তিত্ব প্রকাশ হয় তাতে। সঙ্গে কোনো কবি বা লেখকের দীর্ঘ গদ্য থাকতে পারে, সাক্ষাৎকার থাকতে পারে বা ফিলজফকাল ডায়ালগ থাকতেও পারে। আর থাকতে পারে একটি কি দুটি বইয়ের উৎকৃষ্ট আলোচনা। বন্ধুরা ভেবে দেখতে পারেন।

No comments:

Post a Comment