Monday, June 27, 2016

Saradindu Uddipan রোহিত ভেমুলার জন্য দলিত-বহুজন স্বাধিকার আন্দোলনের আজ দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কৃষ্ণনগর আম্বেদকর ভবনে। আমার সঙ্গে এই সভার আলোচক হিসেবে ছিলেন হায়দরাবাদ ইউনিভার্সিটির ছাত্র রোহিত ভেমুলার বন্ধু রিসার্স ফেলো বিকাশ মুলা, সুকেশ মালি এবং মৃন্ময় সরকার। মাননীয় তপন সরকারের তত্ত্বাবধানে কৃষ্ণনগরের আম্বেদকর ভবন আয়োজিত এই সভা অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে। উপস্থিত ৮০ জনেরও বেশি সদস্য রোহিতের স্বাধিকার আন্দোলনকে স্বার্থক করে তোলার জন্য আর্থিক এবং সাংগঠনিক ভাবে এগিয়ে আসেন। আমরা Dalit-Bahujan Solidarity Movement" এর পক্ষ থেকে আম্বেদকর ভবনের সমস্ত সদস্য ও সদস্যাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Saradindu Uddipan 
রোহিত ভেমুলার জন্য দলিত-বহুজন স্বাধিকার আন্দোলনের আজ দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কৃষ্ণনগর আম্বেদকর ভবনে। আমার সঙ্গে এই সভার আলোচক হিসেবে ছিলেন হায়দরাবাদ ইউনিভার্সিটির ছাত্র রোহিত ভেমুলার বন্ধু রিসার্স ফেলো বিকাশ মুলা, সুকেশ মালি এবং মৃন্ময় সরকার।
মাননীয় তপন সরকারের তত্ত্বাবধানে কৃষ্ণনগরের আম্বেদকর ভবন আয়োজিত এই সভা অত্যন্ত কার্যকরী হয়ে ওঠে। উপস্থিত ৮০ জনেরও বেশি সদস্য রোহিতের স্বাধিকার আন্দোলনকে স্বার্থক করে তোলার জন্য আর্থিক এবং সাংগঠনিক ভাবে এগিয়ে আসেন। আমরা Dalit-Bahujan Solidarity Movement" এর পক্ষ থেকে আম্বেদকর ভবনের সমস্ত সদস্য ও সদস্যাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

No comments:

Post a Comment