Thursday, July 7, 2016

Aditya মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সব কিছু বিনামুল্যে চিকিৎসা হবে সরকারি হাসপাতালে।ডাক্তারদের উপর নির্দেশ জেনেরিক নাম ছাড়া ওষুধ এর নাম লেখা যাবে না। অথচ তারই অনুগামীরা বন্দুক নিয়ে এসে হুমকি দিচ্ছেন ডাক্তার দের। গত সোমবার রাতে কল্যাণী মেডিকেল হসপিটালে জেনেরিক নাম লেখার অপরাধে লোকাল টিএমসি গুণ্ডারা রীতিমত মারধর করলো কর্মরত জুনিয়র ডাক্তারদের, 'ন্যায্য মুল্যের ওষুধের' দোকানে আর রোগী পাঠালে খুনের হুমকি দিয়ে গেলো তারা।ধিক্কার জানাই এই ঘটনার। কল্যাণীর জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে রয়েছেন।তাদের লড়াইকে সংগ্রামী অভিনন্দন।

 মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সব কিছু বিনামুল্যে চিকিৎসা হবে সরকারি হাসপাতালে।ডাক্তারদের উপর নির্দেশ জেনেরিক নাম ছাড়া ওষুধ এর নাম লেখা যাবে না। 
অথচ তারই অনুগামীরা বন্দুক নিয়ে এসে হুমকি দিচ্ছেন ডাক্তার দের।
গত সোমবার রাতে কল্যাণী মেডিকেল হসপিটালে জেনেরিক নাম লেখার অপরাধে লোকাল টিএমসি গুণ্ডারা রীতিমত মারধর করলো কর্মরত জুনিয়র ডাক্তারদের, 'ন্যায্য মুল্যের ওষুধের' দোকানে আর রোগী পাঠালে খুনের হুমকি দিয়ে গেলো তারা।ধিক্কার জানাই এই ঘটনার।
কল্যাণীর জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভে রয়েছেন।তাদের লড়াইকে সংগ্রামী অভিনন্দন।

Goutam Roy, son of local councillor Amar Roy was charged for "pointing a gun" at a junior doctor the JNM Hospital, police said.
INDIANEXPRESS.COM

No comments:

Post a Comment