চা শ্রমিকরা লড়ছে, লড়ছে ভুখা পেটে আগুন জ্বালিয়েও.. এই লড়াইয়ের ইতিহাস আজকের নয়.. ওখানকার মানুষজনের কাছ থেকেই শুনলাম যেটুকু দাবিদাওয়া আদায় করেছে ওরা তাও এই লড়াইয়ের ফসল.. দীর্ঘদিন এই লড়াইয়ের পাশে আছে সাথী সংগঠন লালি গুরাস , চায়েবাগান সংগ্রাম সমিতি
গত শুক্রবার আন্দোলন জোরদার করতেই প্রেসমিটের আয়োজন করা হয়.. উপস্থিত ছিলেন চায়েবাগান সংগ্রাম সমিতির সংগঠক শমীক দা, তাছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে বোলান গাঙ্গুলী, পল্লব কীর্তনিয়া প্রমুখ. রবিবার সোনাদায় লালি গুরাস, চায়েবাগান সংগ্রাম সমিতির উদ্যোগে মার্গারেটস হোপ বাগানটিতে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো.. ডকুমেন্টারি, শর্টফিল্ম প্রদর্শন, কালচারাল প্রোটেস্ট
গত শুক্রবার আন্দোলন জোরদার করতেই প্রেসমিটের আয়োজন করা হয়.. উপস্থিত ছিলেন চায়েবাগান সংগ্রাম সমিতির সংগঠক শমীক দা, তাছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে বোলান গাঙ্গুলী, পল্লব কীর্তনিয়া প্রমুখ. রবিবার সোনাদায় লালি গুরাস, চায়েবাগান সংগ্রাম সমিতির উদ্যোগে মার্গারেটস হোপ বাগানটিতে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো.. ডকুমেন্টারি, শর্টফিল্ম প্রদর্শন, কালচারাল প্রোটেস্ট
No comments:
Post a Comment