Aayon Gharami
" কটা ঘরে আগুন লাগালে , পুড়িয়ে মারলে ক হাজার ?
দেখি ঘরে বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার । "
দেখি ঘরে বাইরে তাকালে জ্বলে ঘর আবার আমার । "
আজ খুব ভালো লাগছে একটি খবর জেনে যে মানব-সম্পদ উন্নয়নমন্ত্রী এর পদ থেকে স্মৃতি ইরানি কে সরানো হয়েছে , জানিনা নতুন মন্ত্রী কী আদেও ভালো হবেন ? না স্মৃতী ইরানির মতো মানব-সম্পদ ক্ষতির মন্ত্রী হবেন ? জানিনা । " ক্ষতি " ? হম , শব্দটি যথেষ্ট সচেতন ভাবেই ব্যবহার করছি । কারণ যিনি একজন শিক্ষার্তীর জীবন কেড়ে নেন তাকে আর যাই হোক " উন্নয়ন মন্ত্রী " বলা চলে না । যাদবপুর বিদ্যাপীঠে পড়ার সময় অনেক বার " इंक्विलब ज़िंदाबाद " শুনেছি । মানে টাও জেনেছিলাম । কিন্তু মাথায় এটা আসত না যে বিপ্লব চালিয়ে রাখার কথা কেন বলা হচ্ছে ? আজ এই Long Live For Revolution কথাটার মানে বুঝি । বুঝতে পারি যে বাবা সাহেবের পর ভারতবর্ষের বহু বহু মানুষ যদি আজ এই বিপ্লব টা চালিয়ে না যেতেন তাহলে জানিনা আরোও কত কত চুনী বা রোহিত কে হারাতে হত । মানুষকে শিক্ষার জগতে আনা , তাদের কে সমাজ সম্পর্কে বোঝানো , সচেতন করা , জায়গায় গড়ে তুলতে হবে । Bandit Queen এর মতো বন্দুকধারী দল গড়ে তুলতে হবে এমনটা বলছি না , কিন্তু এটা বলছি যে মানুষের মধ্যে এই জাতভেদ নীয়ে এখনও এত এত অশিক্ষা যে IIT Kharagpur এর মতো জায়গায় , মানে মেদিনীপুরে ডাইনি ভেবে মানুষ খুন করা হয় । এসব কথা তো আমরা main stream media তে জেনে থাকি । কিন্তু জানা হয় না তাদের কথা যারা বাবা সাহেবের পর থেকে আন্দোলন টা এখনও চালিয় রেখেছেন । এবার পালা তাদের লড়াই এর কথা জেনে নেওয়ার , তাদের অভিজ্ঞতার কথা শোনার , কারণ অতীত সাহায্য করে ভবিষ্যৎ এ এগিয়ে যাওয়ার ।
তাই সকল শিক্ষার্তী যারা সমাজ-সচেতন বলে নিজেকে ভাবেন , বা অন্যকে শিক্ষা দেন , তাদের আহবান জানাই ।
তারিখ - 8th JULY
স্হান - Mohabodhi Society ( College Square )
সময় - 4.30 PM - 8 P.M
স্হান - Mohabodhi Society ( College Square )
সময় - 4.30 PM - 8 P.M
No comments:
Post a Comment