Joy Ghosh
মৌলবাদ গায়ে কাঁটা দেয়, ভয় দেখায় .
ধর্মের শুরু কোথা থেকে জানি - অচেনার ভয়, অজানার ভয় যখনই মানুষকে গ্রাস করতো, ধর্ম এর ছায়ায় আশ্রয় নিতো মানুষ. যদিও আলো খুজতে দেরি হয়নি, আর সেই আলো ছরিয়ে পড়তেও সময় লাগেনি বেশি, তবু ধর্ম কে ছাড়তে পারেনি মানুষ l
ধর্ম এর নানা রকম চর্চা অনন্ত কাল থেকে আজও চলে আসছে, এর কোনো কোনো টা মনে সাড়া জাগায়, শান্তির কথা বলে, কোনো কোনো টা ভয়ঙ্কর নাম নেয়, হিংস্র রাক্খস হয়ে মৌলবাদের সূচনা ঘটায়!
সম্প্রতি ঢাকার মর্মান্তিক ঘটনা রক্ত হিম করে দিলো, বাংলাদেশ কে কোনোদিন বিচ্ছিন্ন কোনো দেশ মনে হয়নি, রাস্ট্র ভাগ হলেও আলাদা মনে হয়নি 'বাংলা' জাতির থেকে. তাই বাংলাদেশে ঘটা একের পর এক Blogger হত্যা, অধ্যাপক হত্যা, পুরোহিত খুন ইত্যাদি গুলি খবরের কাগজে পাতা উল্টানোর সময় চোখে পড়লে গায়ে কাটা দেয়... মনে হয় এটা কোন ধর্ম এর ফলাফল? আদেও কি কোনো ধর্ম ..নাকি ধর্ম এর নামে লোভ, দখলের লোভ ....যার consequence ই হচ্ছে হত্যা, খুন, রক্ত ..
ধর্ম নামক ভয় টি মানুষ এর শিরায় উপশিরায় বিদ্য্- মান, যা কিনা মৌলবাদ নামক cancer এর জন্ম দিচ্ছে পৃথিবীর কোষে কোষে ..যার রক্ত, প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টানোর সময়, এই একটা দুটো ঘটনা থেকে আমাদের হাতে লেগে যায় .....কিন্তু কী হবে ভেবে, যারা 'গুলশনে' hostage ছিলো তারা তো আর আমার কেঊ নয়! নয় বলেই রক্ত গুলো ধুয়ে যায়.. দাগ টুকু অব্দি থাকেনা! আর মৌলবাদিরা আরও একটা সুযোগ পেয়ে যায় ধর্ম এর প্রতিফলন দেখানোর..
ধর্মের শুরু কোথা থেকে জানি - অচেনার ভয়, অজানার ভয় যখনই মানুষকে গ্রাস করতো, ধর্ম এর ছায়ায় আশ্রয় নিতো মানুষ. যদিও আলো খুজতে দেরি হয়নি, আর সেই আলো ছরিয়ে পড়তেও সময় লাগেনি বেশি, তবু ধর্ম কে ছাড়তে পারেনি মানুষ l
ধর্ম এর নানা রকম চর্চা অনন্ত কাল থেকে আজও চলে আসছে, এর কোনো কোনো টা মনে সাড়া জাগায়, শান্তির কথা বলে, কোনো কোনো টা ভয়ঙ্কর নাম নেয়, হিংস্র রাক্খস হয়ে মৌলবাদের সূচনা ঘটায়!
সম্প্রতি ঢাকার মর্মান্তিক ঘটনা রক্ত হিম করে দিলো, বাংলাদেশ কে কোনোদিন বিচ্ছিন্ন কোনো দেশ মনে হয়নি, রাস্ট্র ভাগ হলেও আলাদা মনে হয়নি 'বাংলা' জাতির থেকে. তাই বাংলাদেশে ঘটা একের পর এক Blogger হত্যা, অধ্যাপক হত্যা, পুরোহিত খুন ইত্যাদি গুলি খবরের কাগজে পাতা উল্টানোর সময় চোখে পড়লে গায়ে কাটা দেয়... মনে হয় এটা কোন ধর্ম এর ফলাফল? আদেও কি কোনো ধর্ম ..নাকি ধর্ম এর নামে লোভ, দখলের লোভ ....যার consequence ই হচ্ছে হত্যা, খুন, রক্ত ..
ধর্ম নামক ভয় টি মানুষ এর শিরায় উপশিরায় বিদ্য্- মান, যা কিনা মৌলবাদ নামক cancer এর জন্ম দিচ্ছে পৃথিবীর কোষে কোষে ..যার রক্ত, প্রতিদিন খবরের কাগজের পাতা উল্টানোর সময়, এই একটা দুটো ঘটনা থেকে আমাদের হাতে লেগে যায় .....কিন্তু কী হবে ভেবে, যারা 'গুলশনে' hostage ছিলো তারা তো আর আমার কেঊ নয়! নয় বলেই রক্ত গুলো ধুয়ে যায়.. দাগ টুকু অব্দি থাকেনা! আর মৌলবাদিরা আরও একটা সুযোগ পেয়ে যায় ধর্ম এর প্রতিফলন দেখানোর..
মৌলবাদের বিরুদ্ধে লড়াই টা বড়ই একতরফা হয়ে গেছে, যেন শুধুই নাস্তিক দের লড়াই, যাতে সাধারন আস্তিকতা হাত মেলাতে ভয় পায়. ধর্ম কে অস্ত্র করায় মৌলবাদিদের advantage ও বেরেছে, ধর্ম সাধারন মানুষ কে লড়াই থেকে বিচ্ছিন্ন করে রাখবে l
কিন্তু সাধারন মানুষ এর ক্ষমতা উদ্দেশ্যেই বলতে চাই, ধর্মএর এই 'dark side' কে আপনারাই পারেন শেষ করে দিতে, চিন্হিত করুন এটা আপনার ধর্ম নয়, আমাদের ধর্ম নয়. বলছিনা এ লড়াই এ সামিল হওয়া মানে আপনাকে আপনার ধর্ম এর বিরুদ্ধে কথা বলতে হবে, যে ধর্ম আপনার মগজে কিনবা হৃদয় এ গেরে বসে আছে তাকে বাদ দিতে, হতে হবেনা নাস্তিক আপনাকে শুধু বুঝুন মৌলবাদ মানে 'রক্ত' , যার পুজো সকাল সন্ধ্যে আপনি করেননা শান্তির আশায় .
মৌলবাদ কে শেষ করতে হলে নাস্তিক আস্তিক সবাই কে কোথাও গিয়ে এক হয়ে যেতে হবে, কারন মৌলবাদ কেবল নাস্তিকতার শত্রূ নয়, আপনার ধর্ম এর ও শত্র্যূ !
তাই আর atheism এর বেড়া টানছি না, যদি চিন্হিত করতে পারেন ভালো থাকার জন্যে যে ধর্মএর চর্চা আপনি করেন তা ক্রমেই মৌলবাদ নামক দানবের মুখোমুখি হতে চলেছে, লড়াই এ সুর মেলাবেন l
কারন মৌলবাদ 'ধর্ম' নয়, 'ধারনা' , যা রাস্ট্র হতে চায়,যা বলে কোনো একটি মত fundamental , সেই মতেই রাস্ট্র এর আইন কানুন ,সমাজ চলবে, আর রাস্ট্র যখন কেবলই শোষন, ক্ষমতা, বিদ্দেষ এর সমার্থ্ক শব্দ, এই রাস্ট্র কে জন্মানোর আগেই মেরে দেওয়া ভালো l
কিন্তু সাধারন মানুষ এর ক্ষমতা উদ্দেশ্যেই বলতে চাই, ধর্মএর এই 'dark side' কে আপনারাই পারেন শেষ করে দিতে, চিন্হিত করুন এটা আপনার ধর্ম নয়, আমাদের ধর্ম নয়. বলছিনা এ লড়াই এ সামিল হওয়া মানে আপনাকে আপনার ধর্ম এর বিরুদ্ধে কথা বলতে হবে, যে ধর্ম আপনার মগজে কিনবা হৃদয় এ গেরে বসে আছে তাকে বাদ দিতে, হতে হবেনা নাস্তিক আপনাকে শুধু বুঝুন মৌলবাদ মানে 'রক্ত' , যার পুজো সকাল সন্ধ্যে আপনি করেননা শান্তির আশায় .
মৌলবাদ কে শেষ করতে হলে নাস্তিক আস্তিক সবাই কে কোথাও গিয়ে এক হয়ে যেতে হবে, কারন মৌলবাদ কেবল নাস্তিকতার শত্রূ নয়, আপনার ধর্ম এর ও শত্র্যূ !
তাই আর atheism এর বেড়া টানছি না, যদি চিন্হিত করতে পারেন ভালো থাকার জন্যে যে ধর্মএর চর্চা আপনি করেন তা ক্রমেই মৌলবাদ নামক দানবের মুখোমুখি হতে চলেছে, লড়াই এ সুর মেলাবেন l
কারন মৌলবাদ 'ধর্ম' নয়, 'ধারনা' , যা রাস্ট্র হতে চায়,যা বলে কোনো একটি মত fundamental , সেই মতেই রাস্ট্র এর আইন কানুন ,সমাজ চলবে, আর রাস্ট্র যখন কেবলই শোষন, ক্ষমতা, বিদ্দেষ এর সমার্থ্ক শব্দ, এই রাস্ট্র কে জন্মানোর আগেই মেরে দেওয়া ভালো l
No comments:
Post a Comment