Tuesday, July 5, 2016

সকালে যখন সেই মুসলিম ছেলেটি বন্ধুদের সঙ্গে ক্যাফেতে আড্ডা মারতে যাবার প্ল্যান করেছিলো সেদিন জানত না তাকে মরতে হবে । তারিশি জানত না বাথরুম থেকে সে শেষ ফোনকল টা করবে । সিরিয়ার সেই শিশুটি জানে না তার কী দোষ ছিল যে চরম শাস্তি টা সে পেয়ে গেল । ফ্রান্সের সেই নবদম্পতি টা জানে না একটা সুমধুর জীবন শুরুর আগেই কেন সব শেষ হয়ে ছারখার হয়ে গেল । ইস্তানবুলের সেই বাচ্চাটা জানে না কেন তার বাবা আর কোনদিন ঘরে ফিরবে না, তাকে কোলে তুলে জড়িয়ে ধরে বহু প্রতিক্ষিত উপহার টা তাকে দেবে না ।ভারতে প্রতন্ত গ্রামের সেই মানুষ টাও জানে না তার অপরাধ কি ছিল যে গরুর মাংস খাওয়ার অপবাদে তাকে খুন হতে হোল ? ধর্মের নামে মৌলবাদের কালো হাত নেমে এসেছে এদের সবার ওপর ই । স্থান কাল পাত্র আলাদা ধর্ম ও আলাদা কিন্তু সব ধর্মীয় মৌলবাদীদের মুখ টা এক ই । আজ ধর্ম টা হয়ে গেছে মুখোশ আর ভেতর থেকে হাত বাড়াচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী সত্ত্বা । প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ । এই কঠিন সময়ে মুখ ঢেকে রাখা , মুখ বন্ধ করে রাখা আমাদের অপমান । আমাদের মনুষ্যত্বের অপমান । তাই আজ সমস্ত রকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে পথে নেমে কলেজস্ট্রীট চত্বরে PDSF র পথসভা ।

সকালে যখন সেই মুসলিম ছেলেটি বন্ধুদের সঙ্গে ক্যাফেতে আড্ডা মারতে যাবার প্ল্যান করেছিলো সেদিন জানত না তাকে মরতে হবে । তারিশি জানত না বাথরুম থেকে সে শেষ ফোনকল টা করবে । সিরিয়ার সেই শিশুটি জানে না তার কী দোষ ছিল যে চরম শাস্তি টা সে পেয়ে গেল । ফ্রান্সের সেই নবদম্পতি টা জানে না একটা সুমধুর জীবন শুরুর আগেই কেন সব শেষ হয়ে ছারখার হয়ে গেল । ইস্তানবুলের সেই বাচ্চাটা জানে না কেন তার বাবা আর কোনদিন ঘরে ফিরবে না, তাকে কোলে তুলে জড়িয়ে ধরে বহু প্রতিক্ষিত উপহার টা তাকে দেবে না ।ভারতে প্রতন্ত গ্রামের সেই মানুষ টাও জানে না তার অপরাধ কি ছিল যে গরুর মাংস খাওয়ার অপবাদে তাকে খুন হতে হোল ? ধর্মের নামে মৌলবাদের কালো হাত নেমে এসেছে এদের সবার ওপর ই । স্থান কাল পাত্র আলাদা ধর্ম ও আলাদা কিন্তু সব ধর্মীয় মৌলবাদীদের মুখ টা এক ই । আজ ধর্ম টা হয়ে গেছে মুখোশ আর ভেতর থেকে হাত বাড়াচ্ছে সাম্প্রদায়িক মৌলবাদী সত্ত্বা । প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ । এই কঠিন সময়ে মুখ ঢেকে রাখা , মুখ বন্ধ করে রাখা আমাদের অপমান । আমাদের মনুষ্যত্বের অপমান । তাই আজ সমস্ত রকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে পথে নেমে কলেজস্ট্রীট চত্বরে PDSF র পথসভা ।

No comments:

Post a Comment