Monday, July 4, 2016

Kapil Krishna Thakur আমাদের প্রিয় রূপসী বাংলা, লালন-বিজয়-হাছন-জসীমের বাংলাও শেষে সন্ত্রাসের ছোবলে রক্তাক্ত হলো ! হিংসা,ঘৃণা,অবিশ্বাস আর স্বার্থপরতার নিরন্তর ঘূর্ণাবর্তে যখন চারপাশে কেবলই অন্ধকার দেখছি, তখন আলো হয়ে ফুটে উঠলো ফারাজ আয়াজ হুসেনের মুখ । ঢাকার হলি আর্টিজানে সাক্ষাৎ যমের হাত থেকে নিজে মুক্তি পেয়েও বন্ধু তারিশি ও অবিন্তাকে জঙ্গীদের হাতে ছেড়ে আসতে রাজী হয়নি ফারাজ ।তাঁর দায়বোধ ও হৃদয়বত্তার মাসুল দিতে হয়েছে জীবন দিয়ে ।মানবিকতার এই উজ্জ্বল আলোটুকুই আমাদের ভরসা ।কোনো চরমপন্থা নয়, এ পথেই আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে ।

আমাদের প্রিয় রূপসী বাংলা, লালন-বিজয়-হাছন-জসীমের বাংলাও শেষে সন্ত্রাসের ছোবলে রক্তাক্ত হলো ! হিংসা,ঘৃণা,অবিশ্বাস আর স্বার্থপরতার নিরন্তর ঘূর্ণাবর্তে যখন চারপাশে কেবলই অন্ধকার দেখছি, তখন আলো হয়ে ফুটে উঠলো ফারাজ আয়াজ হুসেনের মুখ । ঢাকার হলি আর্টিজানে সাক্ষাৎ যমের হাত থেকে নিজে মুক্তি পেয়েও বন্ধু তারিশি ও অবিন্তাকে জঙ্গীদের হাতে ছেড়ে আসতে রাজী হয়নি ফারাজ ।তাঁর দায়বোধ ও হৃদয়বত্তার মাসুল দিতে হয়েছে জীবন দিয়ে ।মানবিকতার এই উজ্জ্বল আলোটুকুই আমাদের ভরসা ।কোনো চরমপন্থা নয়, এ পথেই আলো জ্বেলে পৃথিবীর ক্রমমুক্তি হবে ।

No comments:

Post a Comment