এক 'বাম' নেতা বলেছিলেন, যারা 'মরিচঝাঁপি মরিচঝাঁপি' করে, তাদের গালে এবার ঠাসিয়ে চড় মারবেন। ২০১৬-র ভোটের ফল তখনও বেরোতে বাকি। বাজারে রটেছে 'বাম'রা ডবল সেঞ্চুরি করছে। হুমকি শুনে ভয় হয় বইকি। প্রফেশনাল ক্রিমিনাল নই তো। যাই হোক আমার গাল বেঁচে গেছে। এবং 'মরিচঝাঁপি: ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস' দ্বিতীয় সংস্করণ বেরোচ্ছে এ মাসেই। যুক্ত হল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, অশ্রুকুমার সিকদারের প্রবন্ধ, আলোকচিত্রী সুব্রত পত্রনবীশের অভিজ্ঞতা ও মরিচঝাঁপি দ্বীপের মানুষের ছবি, স্টেটসম্যানের রিপোর্ট, উদ্বাস্তু নেতা রঙ্গলাল গোলদারের কথা ও ছবি এবং আরও কিছু। একটু খাটতে হল। কারণ সেই সময়ের শাসকদের কটূ কথা ঢের শুনেছি। এর পর ওঁরা নিশ্চয় নীরব হবেন। মানুষের ভালোবাসা পেয়েছি অফুরান। আরও পাব, দৃঢ় বিশ্বাস। মরিচঝাঁপির ঘটনা আর কোনোদিন আড়াল করা যাবে না, জোর দিয়ে বলি। বইটি এবারও গাঙচিল থেকে।
Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Tuesday, July 5, 2016
Madhumay Pal এক 'বাম' নেতা বলেছিলেন, যারা 'মরিচঝাঁপি মরিচঝাঁপি' করে, তাদের গালে এবার ঠাসিয়ে চড় মারবেন। ২০১৬-র ভোটের ফল তখনও বেরোতে বাকি। বাজারে রটেছে 'বাম'রা ডবল সেঞ্চুরি করছে। হুমকি শুনে ভয় হয় বইকি। প্রফেশনাল ক্রিমিনাল নই তো। যাই হোক আমার গাল বেঁচে গেছে। এবং 'মরিচঝাঁপি: ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস' দ্বিতীয় সংস্করণ বেরোচ্ছে এ মাসেই। যুক্ত হল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা, অশ্রুকুমার সিকদারের প্রবন্ধ, আলোকচিত্রী সুব্রত পত্রনবীশের অভিজ্ঞতা ও মরিচঝাঁপি দ্বীপের মানুষের ছবি, স্টেটসম্যানের রিপোর্ট, উদ্বাস্তু নেতা রঙ্গলাল গোলদারের কথা ও ছবি এবং আরও কিছু। একটু খাটতে হল। কারণ সেই সময়ের শাসকদের কটূ কথা ঢের শুনেছি। এর পর ওঁরা নিশ্চয় নীরব হবেন। মানুষের ভালোবাসা পেয়েছি অফুরান। আরও পাব, দৃঢ় বিশ্বাস। মরিচঝাঁপির ঘটনা আর কোনোদিন আড়াল করা যাবে না, জোর দিয়ে বলি। বইটি এবারও গাঙচিল থেকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment