Thursday, July 7, 2016

Madhumay Pal চিনতে পারেন? পারার কথা নয়। অনেকে ভুলে গেছেন। অনেকে ভুলে যেতে চেয়েছেন। ভুলিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে। তবু বিদ্রোহের ইতিহাসে জেগে থাকেন এই অগ্নিপুরুষ। নকশালবাড়ির কৃষক অভ‍্যুত্থানের নেতা কানু সান‍্যাল। বীরভূমের একটি বাড়িতে। যাকে তিনি বলতেন 'আমার দ্বিতীয় বাড়ি'। দুষ্প্রাপ‍্য ছবি আমার নকশালবাড়ি নিয়ে কাজের জন‍্য। একটি ব‍্যক্তিগত মুহূর্ত।


Madhumay Pal


চিনতে পারেন? পারার কথা নয়। অনেকে ভুলে গেছেন। অনেকে ভুলে যেতে চেয়েছেন। ভুলিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে। তবু বিদ্রোহের ইতিহাসে জেগে থাকেন এই অগ্নিপুরুষ। নকশালবাড়ির কৃষক অভ‍্যুত্থানের নেতা কানু সান‍্যাল। বীরভূমের একটি বাড়িতে। যাকে তিনি বলতেন 'আমার দ্বিতীয় বাড়ি'। দুষ্প্রাপ‍্য ছবি আমার নকশালবাড়ি নিয়ে কাজের জন‍্য। একটি ব‍্যক্তিগত মুহূর্ত।

No comments:

Post a Comment