Saturday, July 2, 2016

Priyasmita এপার থেকে ওপার,বাংলা রুখে দিক সব ধরনের মৌলবাদকে। ধর্ম বলতে মানুষ শুধু মানুষ বোঝে, তাই বুঝবে ওপারে যারা হিংসা ছড়িয়ে বেরাচ্ছেন আর এপারে যারা বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে বলে কপালে গেরুয়া ফেট্টি বেঁধে চেল্লাচ্ছেন, দুদলই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।



Priyasmita
এপার থেকে ওপার,বাংলা রুখে দিক সব ধরনের মৌলবাদকে।
ধর্ম বলতে মানুষ শুধু মানুষ বোঝে, তাই বুঝবে
ওপারে যারা হিংসা ছড়িয়ে বেরাচ্ছেন আর এপারে যারা বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে বলে কপালে গেরুয়া ফেট্টি বেঁধে চেল্লাচ্ছেন, দুদলই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।

No comments:

Post a Comment