Saradindu Uddipan
"দলিত-বহুজন সলিডারিটি মুভমেন্ট ফর রোহিত ভেমুলা" রাজ্য স্তরীয় সভাকে সুচারু ভাবে পরিচালনার জন্য আমরা সর্বস্তরের বহুজন সমাজের সহযোদ্ধাদের সহযোগিতা কামনা করি।
আজ বিকেল ৫টা থেকে কলকাতার ব্যাঙ্ক অব বরদার কর্মচারী ইউনিয়নের সঙ্গে আমাদের সভা ছিল। এই সভায় উপস্থিত থাকেন "National Social Movement" এর কর্ণধার কর্নেল সিদ্ধার্থ বারভে সাহেব।
সমাজের সর্বস্তরে দলিত- বহুজনের প্রতি সাম্প্রতি যে অত্যাচার সংগঠিত হচ্ছে তাকে সকলেই তিব্র ভাষায় নিন্দা করেন। দলিত-বহুজন সলিডারিটি মুভমেন্টকে এগিয়ে নিয়ে যাবার জন্য তারা তন- মন-ধন দিয়ে সাহায্য করবেন বলে কথা দেন।
No comments:
Post a Comment