Sunday, July 10, 2016

Subhabrata · যতক্ষণ না আপনি দেওয়ালে লিখছেন BlackLivesMatter ততক্ষণ অবধি কেউ পাশের দেওয়ালে লিখবে না AllLivesMatter যতক্ষণ না আপনি কাশ্মীরের লড়াইয়ের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না হিন্দু পণ্ডিতদের কি হবে যে মুহুর্তে আপনি আপনার দেশে কোনও একটি ধর্মের নামে মানুষ মারার উল্টোদিকে পক্ষ নেবেন আপনার ঘাড়ে দায় বর্তে যাবে দুনিয়ার কোন কোণায় কোন ধর্ম কোন লোককে মারল তার সব্বাইকে কনডেম করার, হয়তো এগুলো এতক্ষণ কেউ জানতও না জীবনের প্রতি মুহুর্তে খণ্ডকে আঁকড়ে বাঁচা কিছু ব্যক্তি হঠাতই বড় "গ্র্যান্ড ন্যারেটিভ"-প্রেমী হয়ে উঠেছেন। অদ্ভুত যুক্তিক্রম চলছে চারদিকে, সেফ খেলার, "বিশুদ্ধ" থাকার, পক্ষ না নেওয়ার। আর পক্ষ নিলেই লোকে এমনভাবে তেড়ে আসছে, যেন বিপ্লবীদের চেয়ে বেশি ক্ষতি মানবসভ্যতার ইতিহাসে কেউ করেনি বা করছেনা বা করবেওনা। খিস্তি মারার আগে, ভেবে দেখুন, দিনের শেষে ল্যাপটপটা শাটডাউন মেরে ঘুমোতে যাওয়ার সময়, কার হাতটা শক্ত করে গেলেন!

Subhabrata
যতক্ষণ না আপনি দেওয়ালে লিখছেন BlackLivesMatter ততক্ষণ অবধি কেউ পাশের দেওয়ালে লিখবে না AllLivesMatter
যতক্ষণ না আপনি কাশ্মীরের লড়াইয়ের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না হিন্দু পণ্ডিতদের কি হবে
যে মুহুর্তে আপনি আপনার দেশে কোনও একটি ধর্মের নামে মানুষ মারার উল্টোদিকে পক্ষ নেবেন আপনার ঘাড়ে দায় বর্তে যাবে দুনিয়ার কোন কোণায় কোন ধর্ম কোন লোককে মারল তার সব্বাইকে কনডেম করার, হয়তো এগুলো এতক্ষণ কেউ জানতও না
জীবনের প্রতি মুহুর্তে খণ্ডকে আঁকড়ে বাঁচা কিছু ব্যক্তি হঠাতই বড় "গ্র্যান্ড ন্যারেটিভ"-প্রেমী হয়ে উঠেছেন। অদ্ভুত যুক্তিক্রম চলছে চারদিকে, সেফ খেলার, "বিশুদ্ধ" থাকার, পক্ষ না নেওয়ার। আর পক্ষ নিলেই লোকে এমনভাবে তেড়ে আসছে, যেন বিপ্লবীদের চেয়ে বেশি ক্ষতি মানবসভ্যতার ইতিহাসে কেউ করেনি বা করছেনা বা করবেওনা।
খিস্তি মারার আগে, ভেবে দেখুন, দিনের শেষে ল্যাপটপটা শাটডাউন মেরে ঘুমোতে যাওয়ার সময়, কার হাতটা শক্ত করে গেলেন!

No comments:

Post a Comment