Yashodhara Ray Chaudhuri
সিনারিও ১। রমন রাঘব ২ বা উড়তা পাঞ্জাব দেখা হয়নি তাই আজ ছুটির দিনে গেলুম সিনেমা হল। মাল্টিপ্লেক্স নামক একটি বস্তুর এক এক হলে এক এক রকম ছবি দেখা যায়, শুনেছিলুম। গিয়ে দেখি আজ থেকে কোন মাল্টিপ্লেক্সের কোন পর্দায় আর অন্য ছবি নেই। সব পর্দা জুড়ে একটিই নাম বিরাজমান... সুলতান সালমান খান।
ইতিহাস থেকে অন্য নাম মুছে দেবার গপ্পোটা বইতে পড়েছি আগে। এভাবেও যে সেটা করা যায়, জানা ছিল না...
সিনারিও ২। সেদিন স্বর্ণকুমারী দেবীকে নিয়ে একটি অনুষ্ঠানে গেলাম। একাধিক সমকালীন প্রতিভাশালী এবং সহযোদ্ধাদের , এমনকি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বহুপ্রজ, মেধাবী, প্রগতিশীল, যে গোষ্ঠীটি বাংলার নবজাগরণ ও ব্রাহ্মণ্যতন্ত্র-সাম্রাজ্যবাদ কম্বোর সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাঁদের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটিই নাম রয়ে গেল জনমানসে...রবি ঠাকুর। রয়ে গেল নাকি রেখে দেওয়া হল?
সিনারিও ২। সেদিন স্বর্ণকুমারী দেবীকে নিয়ে একটি অনুষ্ঠানে গেলাম। একাধিক সমকালীন প্রতিভাশালী এবং সহযোদ্ধাদের , এমনকি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বহুপ্রজ, মেধাবী, প্রগতিশীল, যে গোষ্ঠীটি বাংলার নবজাগরণ ও ব্রাহ্মণ্যতন্ত্র-সাম্রাজ্যবাদ কম্বোর সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাঁদের সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটিই নাম রয়ে গেল জনমানসে...রবি ঠাকুর। রয়ে গেল নাকি রেখে দেওয়া হল?
সিনারিও ৩। এই সময়ের প্রেক্ষিতে, লেখালেখির জগতে...কী ঘটছে? থাক, আর বলছি না। সবাই জানে!
No comments:
Post a Comment