Thursday, June 2, 2016

Aneek Chakraborty · অতএব, আপাতত এটুকুই। নেটিজেনরা পড়েছেন আগে, গোটাকয়েক নতুন লাইন যোগ এবং পুরোনো লাইন বিয়োগ ছাড়া বদল নেই কিছু। কোনও এক 'বিশেষ কারণে' এই লেখাটা হপ্তা তিনেক আগে আটকে গিয়েছিল, আবার কোনও এক বিশেষ কারণেই সচেতন বুদ্ধিজীবীদের চক্ষুশূল 'বাজারি পত্রিকা' থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লেখাটা ছাপার ইচ্ছে প্রকাশ করা হয়। আপামর গণজনতার মতই আমিও বাজারের ইচ্ছার দাস। অতএব, নিট পর্বে আপাতত এটুকুই ‪#‎hasta_la_vista‬

অতএব, আপাতত এটুকুই। নেটিজেনরা পড়েছেন আগে, গোটাকয়েক নতুন লাইন যোগ এবং পুরোনো লাইন বিয়োগ ছাড়া বদল নেই কিছু। কোনও এক 'বিশেষ কারণে' এই লেখাটা হপ্তা তিনেক আগে আটকে গিয়েছিল, আবার কোনও এক বিশেষ কারণেই সচেতন বুদ্ধিজীবীদের চক্ষুশূল 'বাজারি পত্রিকা' থেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে লেখাটা ছাপার ইচ্ছে প্রকাশ করা হয়। আপামর গণজনতার মতই আমিও বাজারের ইচ্ছার দাস। অতএব, নিট পর্বে আপাতত এটুকুই
‪#‎hasta_la_vista‬

‪#‎hasta_la_vista‬
একটা ঘুমের ওষুধ বলবি বাবা? প্রায় এক সপ্তাহ হয়ে গেল ছেলেটা ঘুমোয়নি ঠিক করে, পড়াশুনোও তো করতে পারছে না কিছুই।’ পাড়ার এক কাকুর ফোন। আমাকে যতটা স্নেহ করেন, আমি প্রায় তার কাছাকাছিই স্নেহ করি তাঁর ছেলে প্রবীরকে— এ বছর রাজ্যের ছিয়াত্তর হাজার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর…
ANANDABAZAR.COM|BY অনীক চক্রবর্তী

No comments:

Post a Comment