Monday, June 13, 2016

চাষীরা এ রাষ্ট্রকে ট্যাক্স দিতে দিতে এখন গার্মেন্টস শ্রমিক অথবা প্রবাসি শ্রমিকে পরিণত হয়েছে। যাদের সম্মিলিত আয় হিসাব করা হচ্ছে পঁচিশ মিলিয়ন ডলার। সংখ্যায় তারা এক কোটি! ওই এক কোটি মানে এক কোটি পরিবার বা সাত কোটি মানুষ।

চাষীরা এ রাষ্ট্রকে ট্যাক্স দিতে দিতে এখন গার্মেন্টস শ্রমিক অথবা প্রবাসি শ্রমিকে পরিণত হয়েছে। যাদের সম্মিলিত আয় হিসাব করা হচ্ছে পঁচিশ মিলিয়ন ডলার। সংখ্যায় তারা এক কোটি! ওই এক কোটি মানে এক কোটি পরিবার বা সাত কোটি মানুষ। বাজেট প্রসঙ্গে বাংলাদেশি গার্মেন্টস শ্রমিক পঁঞ্চাশ লাখ কর্তৃক রাষ্ট্রীয় আয় ধরা হয়েছে দশ বিলিয়ন ডলার বা ৮৫ হাজার কোটি টাকা। অন্যদিকে প্রবাসি পঁঞ্চাশ লাখ শ্রমিক আয় করে দেশে পাঠান পনের মিলিয়ন ডলার বা এক লাখ সাতাশ হাজার পাঁচশো কোটি টাকা! দু'লাখ কোটি টাকার মূল যোগান কিন্তু এগুলোই। যা রাজনীতি ও অর্থনীতির ম্যারপ্যাঁচে মুক্তবাজারে ঘোরে এহাত- ওহাত/ ব্যায় হয়, ঘাটতি হয়, চুরি হয়, দূর্নীতি হয়।
আর কথিত কৃষক সমাজ এর বাইরে নয়, কৃষকও ট্যাক্স দেয়। বীজ কিনতে দেয়, সার কিনতে দেয়, কীটনাশক কিনতে দেয় ইত্যাদি। নতুন করে সরাসরি ফসলের উপর করারোপ করা যাইতে পারে, যেমনটা ব্রিটিশ ভারতে মহারাণী ভিক্টোরিয়ার রাজত্বে বা সামন্তযুগে ছিলো তেমন! অসুবিধা কি, গণতন্ত্রতো আর না! আর সেজন্য কৃষির উৎপাদণটা হিসাবেও রাখা হয়না, বা বেমালুম চেপে যাওয়া যায়। কেউ হয়তো এখানেও প্রশ্ন করে থাকতে পারেন, কৃষির উৎপাদণটা কি ও কত? আমারও প্রশ্ন সেটি? কত? ট্যাক্স বসালে সরকারের রাজস্ব কত বাড়বে? ভারতীয় পণ্য বহনে টন প্রতি যেরকম একশো টাকা কর ধার্য্য করা হয়েছে সেরকম টন প্রতি ফসলে কত টাকা করধার্য করলে জাতীয় রাজস্ব কি পরিমাণ বাড়বে?
কৃষকরা কর অব্যাহতি পেয়ে এলেও তা আর বেশি দিন চলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুই বছর পর
WWW.KALERKANTHO.COM|BY KALER KANTHO

No comments:

Post a Comment