Friday, June 10, 2016

পৃথিবীর সবথেকে কদাচারী সন্ত্রাসবাদীদের চিনে নিন। এই তাদের নিশান। এই নিশানের নাম "ভাগুয়া ধ্বজ" এরা ভারতের তেরঙ্গা পতাকাকে সম্মান করেনা। তাঁকে পোড়াতে চায়। এরা ভারতের সংবিধানকে ধ্বংস করে মনুস্মৃতিকে সংবিধান বানাতে চায়। বিজেপি এদের রাজনৈতিক পার্টি। দেখুন এদের গোপন এজেন্ডা কেমন ঃ



পৃথিবীর সবথেকে কদাচারী সন্ত্রাসবাদীদের চিনে নিন। এই তাদের নিশান। এই নিশানের নাম "ভাগুয়া ধ্বজ" এরা ভারতের তেরঙ্গা পতাকাকে সম্মান করেনা। তাঁকে পোড়াতে চায়। এরা ভারতের সংবিধানকে ধ্বংস করে মনুস্মৃতিকে সংবিধান বানাতে চায়। বিজেপি এদের রাজনৈতিক পার্টি। দেখুন এদের গোপন এজেন্ডা কেমন ঃ
আর এস এস (ভারতীয় স্বয়ংসেবক সংঘ)- এর উদ্দেশ্য ও নীতি নির্দেশক পুস্তক Bunch of Thoughts এ স্বয়ংসেবকদের উদ্দেশ্য কিছু নীতি নির্দেশ জারি করা হয়েছে ঃ
1. অশোক চক্র যুক্ত তিরঙ্গা নয়, ভগবা ঝান্ডাই আমাদের জাতীয় ঝান্ডা.
2. জমিদারী ও রাজাদের রাজ্য বিলুপ্ত করা মহা ভুল হয়েছে.
3. পার্লামেন্টারী ডেমোক্রাসি ভারতীয় জনগনের জন্য উপযুক্ত নয়.
4. সমাজতন্ত্র এক বিদেশী বিচার ধারা.
5. ভারতের সংবিধান বিষতুল্য.
6. সমস্ত বিধানসভা ও রাজ্যসভা খতম করা দরকার.
7. এক নায়কতন্ত্রই ভারতে উপযুক্ত.
8. যতদিন খ্রীস্টান ও মুসলীমরা হিন্দত্ব স্বীকার না করে ততদিন ওদের সংগে শত্রুমূলক আচরল করা উচিত.
9. প্রাইভেট স্কুলে যত কম পার এসসি, এসটি বাচ্চা ভর্তি করবে.
10. সরকারী স্কুলে কম পড়াশুনা করাবে, না পড়েও যেন সবাই পাশ করে এবং নিকম্মা হয়ে যেন প্রতিযোগিতায় লড়াই করতে না পারে (শিক্ষার ভগবা করন).
11. এসসি, এসটি মেয়েদের রেপ কর, আর তাদের পড়াশুনা না করতে বাধ্য কর.
12. হিন্দুদের অতি নগন্য পর্ব ও উত্সব গুলির ব্যাপক প্রচার প্রসার কর.
13. এসসি এসটি বস্তিতে হিন্দু মন্দির বানাও.
14. সংরক্ষন বিরোধী প্রচার কর.
15. এসসি, এসটি দের এমন মগজ ধোলাই কর যাতে নিজেদের হিন্দু ভাবে.
16. এসসি এসটি বস্তির পাশে মদের ঠেক বানাও, যাতে তারা নেশার ঘোরে পড়ে থাকে.
20. এসসি, এসটিদের পড়া লেখা ও প্রতিষ্ঠিত ছেলেদের সাথে নিজেদের মেয়ের বিয়ে দাও যাতে দলিত ছেলেরো নিজের সমাজ, মা, বাবা থেকে দূরে থাকে, আর যদি কথা না শোনে তবে যৌতুক মামলায় ফাঁসিয়ে দাও।

No comments:

Post a Comment