Titir Chakraborty
দিনটা ছিল ১০ই জুন,সালটা ২০০৫।
২০০৩ সালে পরীক্ষা স্ট্রাকচার বদলের দাবিতে হওয়া একটা মুভমেন্টে যুক্ত থাকার অপরাধে বহিষ্কার করা হয়েছিল ৫ ছাত্রকে; অথরিটির এই অন্যায়ের বিরুদ্ধে ফেটে পড়েছিল সাধারণ ছাত্র-ছাত্রীরা। ১৩০ ঘন্টা অনশন চলছে,রাতের অন্ধকারে বুদ্ধ ভটচাযের পুলিশ ক্যাম্পাসে ঢুকলো,অরবিন্দ ভবনের সামনে থেকে ভয়ঙ্কর লাঠিচার্জ করে টেনে-হিঁচড়ে বার করলো ছাত্র-ছাত্রীদের,অনশন মঞ্চে থাকা এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারলো। এককথায়,পিষে দিতে চাইলো যাদবপুরের প্রতিবাদকে।
ঘটনাটা মনে পড়েনা নিশ্চই আজকাল আর তেমন,১১ বছর হল তো,তখন অত ফেসবুক নেই,অত মিডিয়া ফুটেজ নেই। কিন্তু ঘটনাটা আছে,যাদবপুরের গর্জে ওঠার ইতিহাস আছে। যে ইতিহাস ২০০৫ থেকে ২০১৪,যাদবপুরকে শেখায়,কিভাবে নিজের শিরদাঁড়াটা সোজা রাখতে হয় ক্ষমতার সামনে।
সবাই তো পারেনা শিরদাঁড়ার জোরটা দ্যাখাতে। তাই সেদিন ওই অসভ্য,বর্বর অত্যাচারের পর যখন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং আর সাইন্সের ইউনিয়নগুলো তার সব ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ছে ওই ঔদ্ধত্যটার উল্টোদিকে,তখন সেইসময়ের আর্টসের ইউনিয়নে থাকা SFI মুখে কুলুপ এঁটে থাকলো। যাদবপুরের সম্মানের থেকে তার কাছে তখন বড় হল লোকাল কমিটির অর্ডার
২০০৩ সালে পরীক্ষা স্ট্রাকচার বদলের দাবিতে হওয়া একটা মুভমেন্টে যুক্ত থাকার অপরাধে বহিষ্কার করা হয়েছিল ৫ ছাত্রকে; অথরিটির এই অন্যায়ের বিরুদ্ধে ফেটে পড়েছিল সাধারণ ছাত্র-ছাত্রীরা। ১৩০ ঘন্টা অনশন চলছে,রাতের অন্ধকারে বুদ্ধ ভটচাযের পুলিশ ক্যাম্পাসে ঢুকলো,অরবিন্দ ভবনের সামনে থেকে ভয়ঙ্কর লাঠিচার্জ করে টেনে-হিঁচড়ে বার করলো ছাত্র-ছাত্রীদের,অনশন মঞ্চে থাকা এক অন্তঃসত্ত্বার পেটে লাথি মারলো। এককথায়,পিষে দিতে চাইলো যাদবপুরের প্রতিবাদকে।
ঘটনাটা মনে পড়েনা নিশ্চই আজকাল আর তেমন,১১ বছর হল তো,তখন অত ফেসবুক নেই,অত মিডিয়া ফুটেজ নেই। কিন্তু ঘটনাটা আছে,যাদবপুরের গর্জে ওঠার ইতিহাস আছে। যে ইতিহাস ২০০৫ থেকে ২০১৪,যাদবপুরকে শেখায়,কিভাবে নিজের শিরদাঁড়াটা সোজা রাখতে হয় ক্ষমতার সামনে।
সবাই তো পারেনা শিরদাঁড়ার জোরটা দ্যাখাতে। তাই সেদিন ওই অসভ্য,বর্বর অত্যাচারের পর যখন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং আর সাইন্সের ইউনিয়নগুলো তার সব ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ছে ওই ঔদ্ধত্যটার উল্টোদিকে,তখন সেইসময়ের আর্টসের ইউনিয়নে থাকা SFI মুখে কুলুপ এঁটে থাকলো। যাদবপুরের সম্মানের থেকে তার কাছে তখন বড় হল লোকাল কমিটির অর্ডার
যাদবপুর তো হার মানতে শেখেনি,ইউনিয়নের এই অপদার্থতা মেনে নেবে কেন সে? বারুদটা ছিলই,আগুনটা জ্বলে উঠলো সেই ১০ই জুন। জন্ম নিল 'ফোরাম ফর আর্টস স্টুডেন্টস'। নিজের কথাটা বলার জন্য,উচিৎ দাবিটা লড়ে নেওয়ার জন্য,ক্ষমতার চোখে চোখ রেখে গর্জে ওঠার জন্য যে লোকাল কমিটি আর পলিটব্যুরোর কাছে নিজের স্বাভিমান বিকিয়ে দিতে লাগেনা,আরেকবার তার দৃষ্টান্ত দিয়েছিল FAS। দেখিয়েছিল যাদবপুরের জেদটা,তার সাধারণ ছাত্র-ছাত্রীর জোরটা।
এই ১১ বছরে অনেক লড়াই দেখেছে FAS,লড়াই করেছে। যাদবপুরের জন্য,তার ঐতিহ্যটাকে সেলাম জানিয়ে তার পথ মিশেছে কলরবে। যাদবপুরের অদম্য স্পিরিট,তার প্রত্যেকটা লড়াইয়ের গল্প,২০০৫'এর রক্তের দাগ আছে FAS আর ১০ই জুনে। সিপিয়েম-তৃণমূল-বিজেপি,শাসকের রঙ যাই হোক,তার স্বভাব একই থাকে; ঠিক সেভাবেই এক থেকে যাবে যাদবপুরের এই লম্বা ইতিহাসটা, FAS'এর ইতিহাসটাও।
এই ১১ বছরে অনেক লড়াই দেখেছে FAS,লড়াই করেছে। যাদবপুরের জন্য,তার ঐতিহ্যটাকে সেলাম জানিয়ে তার পথ মিশেছে কলরবে। যাদবপুরের অদম্য স্পিরিট,তার প্রত্যেকটা লড়াইয়ের গল্প,২০০৫'এর রক্তের দাগ আছে FAS আর ১০ই জুনে। সিপিয়েম-তৃণমূল-বিজেপি,শাসকের রঙ যাই হোক,তার স্বভাব একই থাকে; ঠিক সেভাবেই এক থেকে যাবে যাদবপুরের এই লম্বা ইতিহাসটা, FAS'এর ইতিহাসটাও।
জন্মদিন বলবোনা,বরং স্বপ্ন দেখতে শেখার একটা দিন আজ। 'কার তাতে কি,আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি?'
ভালোবাসার অন্য নাম,স্পর্ধার অন্য নাম Forum for Arts Students.
ভালোবাসার অন্য নাম,স্পর্ধার অন্য নাম Forum for Arts Students.

No comments:
Post a Comment