যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি
Sourav Ghosh
_____________________________________________________
গত ১০/০৬/২০১৬ তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে School of Cognitive Science এর M.Phil Admission Test হয় এবং ১৩.৬.২০১৬ তারিখে তার ফলাফল প্রকাশিত হয়। আশ্চর্যজনক ভাবে মেধা তালিকায় এমন একজন পরীক্ষার্থীর নাম প্রকাশিত হয়, যে পরীক্ষায় উপস্থিতই ছিল না। স্বভাবতই বিষয়টি অনেকের মধ্যেই চিন্তার উদ্রেক ঘটায়। বিষয়টি সম্বন্ধে অবগত হওয়ার জন্য ISLM (Interdisciplinary Studies Law and Management) এর Dean এর কাছে যাওয়া হয়
এবং উক্ত ঘটনার তদন্ত দাবি করা হয়, উনি নিজের প্রভাব সম্পর্কে সাধারন ছাত্র ছাত্রীদের ওয়াকিবহাল করেন এবং ধমক দেন। এর পর OBC-A, OBC-B সংরক্ষিত আসনে কোন ছাত্র-ছাত্রী না নেওয়ার কারন জানতে চাইলে অধ্যাপক সুগত হাজরা (Dean) কোন সদুত্তর না দিয়ে ওনার অফিস থেকে তাড়িয়ে দেন। পরিবর্তিত তালিকাতে বিতর্কিত নামের জায়গায় একটি নতুন নাম প্রকাশিত হয়। তাছাড়া তালিকাটি আদতে অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন হল যে এই তালিকার মধ্যে নতুন যে ছাত্রের নাম প্রকাশিত হল তা কিসের ভিত্তিতে? কারন তার নাম মেধা তালিকায় ঠিক মাঝের দিকে ছিল যেখানে পূর্ববর্তী ছাত্রের নামটি ছিল। অতঃপর প্রশ্ন থেকে যায় তালিকা মেধার ভিত্তিতেই তৈরি হয় তাহলে নতুন ছাত্রের নামটি নিশ্চয় মেধা তালিকার নিচের দিকে থাকা উচিত। সম্পূর্ণ বিষয়টি নিয়ে ধোঁয়াশা বাড়তে থাকে এবং খুব স্বাভাবিক ভাবেই আধিকারিকরা সাধারন ছাত্রছাত্রীদের কে অন্ধকারে রাখার সবরকম প্রচেষ্টা করতে থাকে। সর্বোপরি OBC A, OBC B সংরক্ষণের নিয়মাবলি না মেনে কিভাবে এই মেধা তালিকা প্রস্তুত হল তারও কোন উত্তর পাওয়া যাইনি।
এবং উক্ত ঘটনার তদন্ত দাবি করা হয়, উনি নিজের প্রভাব সম্পর্কে সাধারন ছাত্র ছাত্রীদের ওয়াকিবহাল করেন এবং ধমক দেন। এর পর OBC-A, OBC-B সংরক্ষিত আসনে কোন ছাত্র-ছাত্রী না নেওয়ার কারন জানতে চাইলে অধ্যাপক সুগত হাজরা (Dean) কোন সদুত্তর না দিয়ে ওনার অফিস থেকে তাড়িয়ে দেন। পরিবর্তিত তালিকাতে বিতর্কিত নামের জায়গায় একটি নতুন নাম প্রকাশিত হয়। তাছাড়া তালিকাটি আদতে অপরিবর্তিত থাকে। এখন প্রশ্ন হল যে এই তালিকার মধ্যে নতুন যে ছাত্রের নাম প্রকাশিত হল তা কিসের ভিত্তিতে? কারন তার নাম মেধা তালিকায় ঠিক মাঝের দিকে ছিল যেখানে পূর্ববর্তী ছাত্রের নামটি ছিল। অতঃপর প্রশ্ন থেকে যায় তালিকা মেধার ভিত্তিতেই তৈরি হয় তাহলে নতুন ছাত্রের নামটি নিশ্চয় মেধা তালিকার নিচের দিকে থাকা উচিত। সম্পূর্ণ বিষয়টি নিয়ে ধোঁয়াশা বাড়তে থাকে এবং খুব স্বাভাবিক ভাবেই আধিকারিকরা সাধারন ছাত্রছাত্রীদের কে অন্ধকারে রাখার সবরকম প্রচেষ্টা করতে থাকে। সর্বোপরি OBC A, OBC B সংরক্ষণের নিয়মাবলি না মেনে কিভাবে এই মেধা তালিকা প্রস্তুত হল তারও কোন উত্তর পাওয়া যাইনি।
এমতাবস্থায় সম্পূর্ণ বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং উক্ত দুর্নীতির সঙ্গে যারা যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থার দাবিতে যাদবপুরের সাধারন ছাত্রছাত্রী রা আন্দোলনে পথে নেমেছে।সবাইকে এই আন্দোলনে যোগ দিতে আহ্বান জানাচ্ছি।
যাদবপুরের সংগ্রামী ছাত্রছাত্রী আন্দোলন জিন্দাবাদ !!!
যাদবপুরের সংগ্রামী ছাত্রছাত্রী আন্দোলন জিন্দাবাদ !!!
No comments:
Post a Comment