বেশির ভাগ মানুষ এখন এয়ার কন্ডিশন্ড রুমের মত। সেন্ট্রালি এসি। কিছুতেই কিছু এসে যায় না। আমার বরং ভাল লাগে ওই অল্প কয়েকজনকেই, যারা প্রকৃতির মত। গরমকালে তীব্র গরমে ঘামে। বর্ষায় ইচ্ছেমত ভেজে। শরতে আকুলিবিকুলি করে। হেমন্তে বিষন্ন হয়। শীতে ঝরে যায় প্রায়। আবার বসন্ত আসে। হতাশাও আসে। আশাও। যন্ত্রণাও আসে। আনন্দও। প্রকৃতি যেমন ভাবে থাকে। কিন্তু এই শীতাতপ নিয়ন্ত্রিত মনের লোকজন খুব আরামে থাকে। তারা জীবনে থাকে না।কম্ফর্ট জোন আসলে যে মৃত্যু উপত্যকা, এটা বোঝেন না তারা।

No comments:
Post a Comment