Monday, June 20, 2016

Sarita Ahmed investigate the fashion statement of feminism reality in India live! সমাজ আধুনিক হয়েছে । মেয়েরা নাকি স্বাধীন হয়েছে । সবাই কেতা মারতে , ট্রেন্ডি ফ্যাশানে দেখাতে ব্যস্ত কে কত স্বাধীন ও ড্যাম কেয়ার পার্সোনালিটি ।

Sarita Ahmed investigate the fashion statement of feminism reality in India live!
Sarita Ahmed 

সমাজ আধুনিক হয়েছে । মেয়েরা নাকি স্বাধীন হয়েছে । সবাই কেতা মারতে , ট্রেন্ডি ফ্যাশানে দেখাতে ব্যস্ত কে কত স্বাধীন ও ড্যাম কেয়ার পার্সোনালিটি ।
কিন্তু শপিং ম'লে ফ্যাশান স্টপে , ক্যাজুয়াল ড্রেসে সেলফি তোলা সুন্দরীটিও বুঝতে পারে না, আসলে সে নয় 'বাজার' ঠিক করে দিচ্ছে সে কতটা মাপে খাপে খাপে নিজের শরীর , পার্সোনালিটি তৈরি করবে ।
বাজার ঠিক করে আমরা কি খাব , কি পরব । কতটা খাব , কতটা পরব । সেখানে আমার আপনার পছন্দের স্বাধীনতা জাস্ট ধোপে টেকে না ।
একটা উদাঃ দিলেই বোঝা যায় ।
অনলাইন শপিং হোক বা যেকোন মার্কেট প্লেস । আপনার শারীরিক গঠন যেমনই হোক আপনাকে মধ্যবিত্তের বাজার দেখতে চাইবে ৩৬-২৪-৩৬ মডেল রূপেই।
মেয়েদের জিন্স হোক বা ক্যাজুয়াল আউটফিট , আরামের কথা ভেবে কেউ সেগুলো তৈরি করে না । তৈরি করে না এটা ভেবেও যে পোষাকটা সবরকমের মেয়েরা ক্যারি করতে পারবে কিনা । যেহেতু বাজার 'ঠিক' করে দিয়েছে, তাই আপনাকে নিজের সাধের বডিটা ঐ ৩৪ সাইজের ভেতরেই ফিট করাতে হবে ।
আপনি যদি স্কিনি না হন , সাইজ জিরো না চান তাহলে বাপু বোরখা কিনুন ।
আমাদের প্রডাক্ট একটা নির্দিষ্ট মাপে চলে, মাপের খাপে ঢুকতে পারলে আপনি আধুনিক ; নইলে আপনি আউট অফ ফ্যাশান । সে আপনি যতই শিক্ষিত , রুচিশীল বা আধুনিক হোন না কেন ! পোষাক নির্বাচনের স্বাধীনতা বাজার ঠিক করবে । আপনি নন ।
উল্টোদিকে ছেলেদের পোষাকে কিন্তু কমফোর্ট শেষ কথা । তাদের জন্য বাজারি কোনো ব্রাণ্ড সাইজ 'ঠিক' করে জিনিস বেচার কথা ভাবে না ।
আরাম করে ঢিলে ঢালা আউটফিট তারা বাছতে পারে । তাদের ম্যাটিরিয়াল যেমন তুলোনামূলক উন্নত তেমনি প্রচুর অপশন ।
অনেকে অবাক হয়ে জিজ্ঞাসু প্রশ্ন তোলে, 'পুরুষতান্ত্রিক চিন্তাধারা নিয়ে যারা এত নেগেটিভ কথা বলেন , তারা খুঁজে দেখান তো বর্তমানে কোথায় আছে এমন জিনিস ? কারা চালায় এই ব্যবস্থা ? যত্তসব গাঁজাখুরি গপ্প ! '
তা এই বাজারি চাহিদা , মেয়েদের প্রতিটা ধাপে একটা নির্দিষ্ট মাপ কাঠি রাখা এগুলো তাহলে কিসের ফসল ? অ্যাডাম'স অ্যাপেল ,নাকি নিউটন'স অ্যাপেল !
** তুমি যেহেতু মেয়ে সুতরাং তোমার ফিগার হতেই হবে 'বাজারের চাহিদা' মত ।
তোমায় ফিট হতেই হবে সাইজ জিরো-তে ।
** তোমায় মাখতে হবে সাদা হবার ক্রিম । কালো নিয়ে আদিখ্যেতা কবিদের কাজ ,বাজারের নয় ।
** তুমি মেয়ে , তাই তোমার ওভার সাইজ পোষাক , জুতো থাকলে লজ্জা পেতে হবে তোমায়। যতই 'আমার স্টাইল ' বলে চালানোর চেষ্টা কর , বাজার-সভ্যতা তোমার সামনে একটি দাঁত ক্যালানো আয়না ধরবে ।
** তুমি মেয়ে, তাই তুমি কিছুতেই নিজের পছন্দের সুগন্ধি / ডিও কিনতে পারবে না । অনেক ক্ষেত্রেই তোমায় দেখানো হবে লেডিস অনলি ব্রান্ড ।
** তুমি মেয়ে, তাই যত খিদেই পাক তুমি কিছুতেই ডায়েটিং নামক বাজারি চাহিদা থেকে মুখ ফেরাতে পারবে না । ভুড়ি নিয়ে গর্ব করা সুখী পুরুষের পেটেন্ট ,যা তোমার জন্য নিষিদ্ধ ।
** তোমার জন্য বাজার হরেক রকম ব্রান্ড দিয়েছে, 'মাই চয়েস' ক্যাপশান দিয়েছে ।
পুরুষ যাতে বলতে পারে 'ওরে তোদেরই তো বাজার । শপিং এ সারাদিন কাবার। ' তার বিপুল হাতছানি দিয়েছে ।
সবই দিয়েছে , কিন্তু সাথে একটি ডেড লাইনও দিয়েছে অলক্ষ্যে । এই লাইনের বাইরে নিজেকে নিয়েছ কি তুমি প্রতিবন্ধী কোটায় নাম তুলেছ । তোমার জন্য পাবলিক সিম্প্যাথি থাকবে , স্পেশাল অর্ডার থাকবে । আড়ালে চাপা হাসি-টিটকিরিও থাকবে।
এসব কিছুই তুমি প্রতিপদে বুঝবে , কিন্তু ডিঙিয়ে যাবে আর বলবে ,'আমি প্রকৃত স্বাধীন , আমার লাইফ নিজের মত কাটানোর সুযোগ আধুনিক সমাজ দিয়েছে । সত্যিই পুরুষতান্ত্রিক চিন্তাধারা আগের যুগে ছিল , এখন ইতিহাস । '

No comments:

Post a Comment