Saturday, June 4, 2016

এবার মার খাওয়ার পালা আমার..আঁচর কামর চড় লাথি..ব্যাগ ও কেরে নিল search করবে বলে...কোনো রকমে ছেড়া ব্যাগ থেকে admit টা বের করে নিলাম বেঁচে থাকলে পরীক্ষা দিতে যাব বলে...একজন দিদি এসে ছাড়ায় আমায়...দিদি না থাকলে.......!

Urmi Mala

Urmi Mala's Profile Photo

আজ একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হল...
পরীক্ষা দিতে যাব বলে সোনারপুর থেকে 9 টার ক্যানিং লোকাল এ উঠলাম.. কোনো রকমে গেট এ ঝুলে আছি কয়েকজন.. ট্রেন ছেড়ে দেওয়ার পর পিছন থেকে একটা জোড় ধাক্কা খাওয়ার পর (একজন ছিটকে বাইরেই পরে যাচ্ছিল) ঘুরে দেখলাম একজন মধ্যবয়স্ক মহিলাকে অনেকে মিলে ভীষণ মারছে আর "ল্যাংটো করে পেটানোর" বিধান দিচ্ছে...শুনলাম পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছে সোনারপুরের আগের কোনো এক স্টেশনে.. তখন থেকেই চলছে উদম কেলানি(আর কেলানির চোটে গেটের লোক চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার অবস্থায়).. কিছু জন প্রতিবাদ করে বলল অনেক মারা হয়ে গেছে sonarpur GRP তে কেন দিল না?? মারতে বারন করল যারা দেখলাম তাদেরও অনায়াসে মেরে দিল এবং "চোরের সঙ্গী" ও গালিগালাজ... নেতৃত্বে socalled "শিক্ষিত " "ভদ্রমহিলা" একজন..দেখে মনে হল চাকরিসূত্রে ওই ট্রেনের যাত্রি... যাদের ব্যাগ চুরি গেছে পেটাতে বলে নেমে গেল তারা নিজের জায়গায়..এভাবে চাম্পাহাটি পর্যন্ত অবাধ মারধোর চলল..আমি গেটে দাঁড়িয়ে ভাবছিলাম কাজটা ঠিক হচ্ছেনা ভুল.. .যেহেতু পরীক্ষা নাক গলাবোনা বলেই ঠিক করলাম..কিন্তু চাম্পাহাটি নামার পর দেখলাম একেবারেই মারের চোটে অর্ধউলঙ্গ পকেটমারকে স্টেশন এ নামিয়ে উদম কেলানি শুরু হল.. পুরুষ যাত্রীরা কোনো কিছু না জেনেই এসে মারতে শুরু করে দিল এবং যে পারছে হাতের সুখ মিটিয়ে নিচ্ছে.. কৌশিকের কথা মনে পরে গেল..আর থেমে থাকতে পারিনি..প্রিয়স্মিতাদি ,শ্রীরুপাদির কাছে নাম্বার চেয়ে ফোন করতে করতে 40-50 জন মারমুখী জনতার মধ্যে ঢুকে পড়লাম একা.. আমি ঢুকতে পুরুষরা সরে গেল.. কিন্তু মহিলাদের মার চলতে লাগল এবং অবশ্যই আমাকে বাদ দিয়ে নয়...ততক্ষণে মজা দেখতে দ্বিগুন লোক জমে গেছে.. কয়েকজন এর হস্তক্ষেপে অনেক চেষ্টার পর ছাড়ালাম তাকে...এদিকে পাগলের মত ফোন করে যাচ্ছি একটাও help line এ ফোন ঢুকছেনা... ততক্ষণে কান ছিড়ে দিয়েছে পকেটমারের..রক্তারক্তি কান্ড... এবার নেত্রি "ভদ্রমহিলা " এসে জামার কলার টেনে বলে "চোরকে support করছ যখন তুমিও চোর..চলে যাও নয় তোমাকেও মারব".. আবার উত্তেজিত হয়ে পরে জনতা.. নেত্রিকে কড়া ভাষায় কিছু বলার পর এবং "GRP না আসা পর্যন্ত কিছুতেই যাবনা" বলার পর জনতাকে উস্কে দিয়ে বিপদবুঝে সে কোথায় উবে গেল...এবার মার খাওয়ার পালা আমার..আঁচর কামর চড় লাথি..ব্যাগ ও কেরে নিল search করবে বলে...কোনো রকমে ছেড়া ব্যাগ থেকে admit টা বের করে নিলাম বেঁচে থাকলে পরীক্ষা দিতে যাব বলে...একজন দিদি এসে ছাড়ায় আমায়...দিদি না থাকলে.......! আর মজাদেখা পাবলিকরা "বোন,মা " বলে অনেক বোঝায় বাড়াবাড়ি না করতে..একজন বলল2mnt দূরত্বে RPF আছে..বিধ্বস্ত অবস্হায় ছুটলাম সেদিকে..আবার মার শুরু..RPF কে গিয়ে বলায় নানা অজুহাত দিতে লাগল...কড়া ভাষায় ঝাড় দেওয়াতে আসতে রাজি হল..তার কথা স্টেশন মাস্টারকে আগে আসতে হবে তারপর সে যাবে (বেমালুম ভুলে গেছিলাম স্টেশন মাস্টারের কথা)...rpf কে 2নং স্টেশনে যেতে বলে স্টেশন মাস্টারকে ডেকে আনলাম...মহিলাকে উদ্ধার করল এবং যাদের চুরি গেছে তাদের মধ্যে যে একজন ছিল তাকে নিয়ে আসল..এবং আমাকে যারা মেরেছিল তাদের ছেড়ে দিল লেডিস পুলিশ নেই এই অজুহাতে... তারপর আমার ফোন থেকে GRP কে ফোন করল( ওদের কাছে নাকি নং নেই)....এরপর আরেক খেলা.. GRP না আসা পর্যন্ত আমাকে নাকি থাকতে হবে... বললাম আমি সমস্ত কিছু লিখিত দিয়ে পরীক্ষা দিতে যেতে দেওয়া হোক..exam দিয়েই আমি GRP টে যাব বললাম.. RPF বলল exam দিতে যেতে হবেনা আমায় থাকতেই হবে..বললাম ঠিক আছে একটা বছর নষ্ট হয় হোক আমি 3 টে dairy করে তারপর যাব..একটা যেটার জন্য আমায় থাকতে বাধ্য করা হচ্ছে, আর একটা rpf এর বিরুদ্ধে কারন সে আসতে চায়নি, আর আর একটা হাজারবার ফোন করার পরও help line না পাওয়ার প্রশাসনিক গাফিলতির জন্য(জানিনা করা যায় কিনা)...এটার বলার পর আর দুমিনিট ও দাঁড়াতে দিলনা জোড় করে exam dite পাঠিয়ে দিল..
বুঝতে পারছিনা ঠিক করেছি না ভুল...যদি ঠিক করে থাকি, তবে মানবিকতার জন্য "মানবধোলাই" টা জীবনের একটা achievement হিসাবেই তুলে রাখব....

No comments:

Post a Comment