Sougata Sinha
ব্রিটিশ তো ছিল মেরে কেটে দেড়-দুলাখ। তাতেই এত হাঙ্গামা করে গেল।কারণ পুলিশে তো দেশের ছেলেরাই ছিল,তারাই পেটাতো ভগৎ সিংদের।তাদের ঠিক-ভুল বিচারবোধ ছিলই না অনেকের,কারণ শিক্ষা ছিল না। এই শিক্ষা দিয়ে দেশের যুবসমাজের মেরুদণ্ড তৈরি করতেই তৈরি হয়েছিল National Council of Education,পরবর্তী কালে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম পায়। যাদবপুরটা তৈরিই হয়েছিল ব্রিটিশদের উল্টো দিকে লড়াই দেওয়ার যুবসমাজ তৈরি করতে,স্রোতের বিপরীতে হাঁটতে শেখানোর জন্য,শুধু লেখাপড়া শেখানোর জন্য নয়।
কি বললেন? লেখাপড়াটাই আর হয় না? খালি 'ঝামেলা' হয়?আসলে লেখাপড়া করা আর শিক্ষিত হওয়ার মধ্যে অনেক তফাৎ।যাদবপুর শিক্ষা দেয়,শুধু লেখাপড়া দেয় না।সেজন্যই আর পাঁচটা বিষয় নিয়ে এখানে চর্চা হয়।যাদবপুর এখনও সেই শিক্ষাটা দেয়,তাই এখনও যাদবপুর স্বপ্ন দেখে,এখনও যাদবপুর গান গায়।এখনও মানুষের বাঁচামরা যাদবপুরকে ভাবায়। 'কৃতি' শব্দটার অর্থ যাদবপুর শুধু এক কোটি বা সেন্ট পার্সেন্ট ক্যাম্পাসিং বলে মানে না,যাদবপুর কৃতি মানে বোঝে আলাদা,সেটা কবিতাতেই হোক বা ফুটবলে বা ফটোগ্রাফিতে বা লেখাপড়ায়।
আমার যাদবপুর চিরকাল শিখিয়ে যাবে,এটার পরিবর্তন হবে না,কারণ যাদবপুরের পরিবর্তন হয় না,যাদবপুর অভিযোজিত হয়।
আমার যাদবপুরের দেওয়ালে দেওয়ালে একলাখের গর্জন শোনা যায়।
আমার যাদবপুরে এক কোটির চেয়ে একলাখের দাম অনেক বেশী,অনেক।
No comments:
Post a Comment