লিখলে, মাতৃ ভাবের, মাতৃত্বের গদগদ ফিলগুড বানচাল হয়ে যাবে যে!
Yashodhara Ray Chaudhuri
The eminent Bengali poet explains glorified Motherhood in Patriarchal monopoly!
মেয়েদের নাকি মাতৃত্ব থেকে মুক্তি নেই, এই কথাগুলো কতবার শুনেছি, মেয়েদের মুখেই বেশি। আমাকে আমার মেয়ে হবার আগের দিন নার্সিং হোমের নার্স এটা শুনিয়েছিলেন। তারপর কেটেছে অনেক দিন। না লিখে পারিনি সন্তান জন্মকে, কবিতায়। অভিজ্ঞতাটা ভীষণ রগরগে যে। না লিখলে হয়? মেয়ের পাঁচ বছর বয়সে হাস্পাতালে যেতে হয়েছিল ওর ডিহাইড্রেশনের চিকিৎসা করাতে। সে সাতদিন ভুলতে পারিনি। রক্তকাদাকফপিত্তসেপ্টিপিন আয়াদের ঝগড়া ডাক্তারের ঝুন্ড। এভাবে দেখা হয়েছিল তাই স্বতঃ স্ফূর্ত ভাবে লিখেছিলাম ' হাসপাতালে সাতদিন' সিরিজ।
নিজের কথা কেন বলছি? আসলে চেষটা করলেও, হয়ত ভাষা বা ছন্দ। এগুলো ঢেকে দিয়েছে নগ্ন ডায়েরিকে। অথচ পড়িনা সেই কাঁচা উপাখ্যান, কোত্থাও।অথচ এত এত মেয়ে ত এই বীভৎসতার ভেতর দিয়ে যায়। হ্যাঁ জেনে বুঝেই বীভৎস বললাম। সেই অভিজ্ঞতা লিখে রাখতে কোথায় যেন 'না' আছে।
লিখলে, মাতৃ ভাবের, মাতৃত্বের গদগদ ফিলগুড বানচাল হয়ে যাবে যে!
অথচ অভিজ্ঞতা ত অভিজ্ঞতাই। শিক্ষিত, চাকুরে, প্রেমিকা, সাজুনি, পরিশীলিত এক মেয়ে হঠাৎ জীবনের রগরগে ক্লেদাক্ত আনন্দের মধ্যে ধাড়াম করে নিক্ষিপ্ত হবে। এটাই লিখতে দেখিনা কাউকে, অথচ এটাই লেখার ছিল।
মুনিয়াজন্ম এবং... এই বইতে অস্মিতা রায় জীবনের সব ঝকঝকে রক্তমাংসময়, স্টিলকাচ ওষুধ অসুখময় টু ক্লোজ টু লাইফ জীবনকে যেমন টি, তেমনটিই রেখে, লিখলেন। এতটুকু রঙ চড়ালেন না।
এক বিপ্লবী নেতা জেলে গেলে সে ডায়েরি মাস্টারপিস মাস্টরিড, আর রোজ রোজ মেয়েদের যা যা হয় সেগুলো অকথিত, অনুচ্চার্য?
নিজের কথা কেন বলছি? আসলে চেষটা করলেও, হয়ত ভাষা বা ছন্দ। এগুলো ঢেকে দিয়েছে নগ্ন ডায়েরিকে। অথচ পড়িনা সেই কাঁচা উপাখ্যান, কোত্থাও।অথচ এত এত মেয়ে ত এই বীভৎসতার ভেতর দিয়ে যায়। হ্যাঁ জেনে বুঝেই বীভৎস বললাম। সেই অভিজ্ঞতা লিখে রাখতে কোথায় যেন 'না' আছে।
লিখলে, মাতৃ ভাবের, মাতৃত্বের গদগদ ফিলগুড বানচাল হয়ে যাবে যে!
অথচ অভিজ্ঞতা ত অভিজ্ঞতাই। শিক্ষিত, চাকুরে, প্রেমিকা, সাজুনি, পরিশীলিত এক মেয়ে হঠাৎ জীবনের রগরগে ক্লেদাক্ত আনন্দের মধ্যে ধাড়াম করে নিক্ষিপ্ত হবে। এটাই লিখতে দেখিনা কাউকে, অথচ এটাই লেখার ছিল।
মুনিয়াজন্ম এবং... এই বইতে অস্মিতা রায় জীবনের সব ঝকঝকে রক্তমাংসময়, স্টিলকাচ ওষুধ অসুখময় টু ক্লোজ টু লাইফ জীবনকে যেমন টি, তেমনটিই রেখে, লিখলেন। এতটুকু রঙ চড়ালেন না।
এক বিপ্লবী নেতা জেলে গেলে সে ডায়েরি মাস্টারপিস মাস্টরিড, আর রোজ রোজ মেয়েদের যা যা হয় সেগুলো অকথিত, অনুচ্চার্য?
এ বই শকিং, এ বই আনন্দঘন। অসাধারণ আবেগহীন গদ্যে এ বই বাংলাসাহিত্য কে সমৃদ্ধ করল।
No comments:
Post a Comment