ये तो बस अंगड़ाई है,आगे और लड़ाई है!#পাশে_আছি_স্যার
#Appa_Rao_MUST_RSEIGN
#Appa_Rao_MUST_RSEIGN
"ইয়ে তো বাস আংরায়ি হে, আগে ওর লড়াই হে"
ফেবু থেকে জানতে পারলাম খুনী আপ্পা রাওএর অগণতান্ত্রিক সাসপেনশানের বিরুদ্ধে আজ UOHএ অনশনে বসলেন অধ্যাপক কে রত্নম ও অধ্যাপক তথাগত সেনগুপ্ত। তারা জানিয়েছেন সাসপেনশান না ওঠা অব্দি তারা তাদের অনশন চালিয়ে যাবেন। রোহিতের দেখা স্বপ্নের লড়াইটা ছড়িয়ে পড়ছে... জাত ভিত্তিক শোষণের বিরুদ্ধে লড়াই... লড়াই ইউনিভার্সিটি ও স্টেটের অ্যাক্রোসিটির বিরুদ্ধে।
"যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া"
তাই সাথী সময়টা পাল্টা লড়াইএর। নিজেদের ভালো থাকার জন্য লড়াই। রোহিত, চুনী আরো কত নাম না জানা সাথীর জন্য লড়াই। লড়াই ব্রাম্ভণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে। কাল(১৫/৬/১৬) দুপুর ৩.৩০এ জড়ো হই/হোন/হও যাদবপুর ৮বি চত্বরে।এই ন্যক্কারজনক সাসপেনশেনের বিরুদ্ধে আওয়াজ তুলি সবাইমিলে। শুধু HCU নয়, লড়াই ছড়িয়ে পড়ুক গোটা দেশ জুড়ে।
#পাশে_আছি_স্যার
#Appa_Rao_MUST_RSEIGN
#Fight_Back_HCU
#পাশে_আছি_স্যার
#Appa_Rao_MUST_RSEIGN
#Fight_Back_HCU
No comments:
Post a Comment