Thursday, June 23, 2016

"সেই রাতেই বাল্টিক নৌ-বহরের নাবিকরা বিদ্রোহ করবে। বিদ্রোহ ছড়িয়ে পড়বে মস্কো গ্যারিসনে। হাজার হাজার শ্রমিক রাতের বরফকে পায়ে পিষে লাল পতাকা নিয়ে বেরিয়ে আসবে। ক্রেমলিনের দেওয়ালে ধাক্কা খাবে ঝড়ের শ্লোগান। সেন্ট পিটার্সবার্গ আবার লেনিনগ্রাদ। সেই রাতেই ইন্দোনেশিয়ার কমিউনিস্টরা, আর বিনা বন্দুকে নয়, অভ্যুত্থান ঘটাবে। অষ্ট্রেলিয়ায় একের পর একের পর এক বন্দরে ছড়িয়ে পড়বে ধর্মঘট। বলিভিয়ায় ফেটে পড়বে টিন শ্রমিকদের বিক্ষোভ। লেনিন আর চে-র ছবি নিয়ে লাতিন আমেরিকার প্রত্যকেকটা রাজধানী অচল করে দেবে ছাত্র ও মধ্যবিত্ত মানুষ। শ্রমিক ধর্মঘটে অচল হয়ে যাবে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন.... খবর আসবে আফ্রিকা থেকে, আরব দুনিয়া... সারা দুনিয়া জুড়ে কমিউনিস্টরা ফিরে আসবে। হ্যাঁ। আসবে।... সারা পৃথিবী জুড়ে কমিউনিস্টরা ফিরে আসবে। আসবেই। আর দশ নয়, দশ হাজার দিন ধরে দুনিয়া কাঁপাবে।"- নবারুণ ভট্টাচার্য

"সেই রাতেই বাল্টিক নৌ-বহরের নাবিকরা বিদ্রোহ করবে। বিদ্রোহ ছড়িয়ে পড়বে মস্কো গ্যারিসনে। হাজার হাজার শ্রমিক রাতের বরফকে পায়ে পিষে লাল পতাকা নিয়ে বেরিয়ে আসবে। ক্রেমলিনের দেওয়ালে ধাক্কা খাবে ঝড়ের শ্লোগান। সেন্ট পিটার্সবার্গ আবার লেনিনগ্রাদ।
সেই রাতেই ইন্দোনেশিয়ার কমিউনিস্টরা, আর বিনা বন্দুকে নয়, অভ্যুত্থান ঘটাবে। অষ্ট্রেলিয়ায় একের পর একের পর এক বন্দরে ছড়িয়ে পড়বে ধর্মঘট। বলিভিয়ায় ফেটে পড়বে টিন শ্রমিকদের বিক্ষোভ। লেনিন আর চে-র ছবি নিয়ে লাতিন আমেরিকার প্রত্যকেকটা রাজধানী অচল করে দেবে ছাত্র ও মধ্যবিত্ত মানুষ। শ্রমিক ধর্মঘটে অচল হয়ে যাবে ফ্রান্স, ইতালি, গ্রিস, স্পেন.... খবর আসবে আফ্রিকা থেকে, আরব দুনিয়া...
সারা দুনিয়া জুড়ে কমিউনিস্টরা ফিরে আসবে। হ্যাঁ। আসবে।... সারা পৃথিবী জুড়ে কমিউনিস্টরা ফিরে আসবে। আসবেই। আর দশ নয়, দশ হাজার দিন ধরে দুনিয়া কাঁপাবে।"- নবারুণ ভট্টাচার্য

No comments:

Post a Comment