Shrabanti Muhuri
কাল রাতে আমার বাড়ি ফিরতে দেরী হওয়াতে মা ফোন করে বললো- " কোন ভদ্র বাড়ির মেয়েরা এত রাতে বাড়ির বাইরে থাকে না।"প্রথম প্রশ্ন যেটি এল আমার মাথার মধ্যে যে ভদ্র বাড়ির মেয়ে বলতে কি বুঝিয়েছেন মানে সমাজ কি শিখিয়েছে।
প্রথমত ভদ্র বাড়ির মেয়েরা তারাই যারা নিজেদের মতপ্রকাশ করবে না। মানে তার নিজের ব্যক্তিগত জীবন থাকবে না আর থাকলেও যেন সেটা একটি গন্ডির মধ্যে বাধা থাকে।
দ্বিতীয়ত তাকে compromise করাটা জানতে হবে।
তৃতীয়ত male ego টাকে satisfy করতে জানতে হবে।
আর দশটা পাঁচটা ছেলে বন্ধু আছে তার তাহলে তো সোনায় সোহাগা।
না পারব না ওপরের কথাগুলোর একটাকে মানতে। কারন আমি বিশ্বাস করি একটা মেয়ে রক্তে মাংসে গড়া মানুষ, তার নিজস্ব বোধ বুদ্ধি আছে, তার নিজস্ব ইচ্ছা আছে। সে দুটো কথা জানে বলে সে উশৃঙ্খল নই। কারন নিজের কথাগুলো বলতে চাই। একটা রাত সে যদি বাইরে কাটাই তার মানে এটা নয় যে তার চরিত্রে দাগ আছে। একটা মেয়ে cigarette খেতেই পারে তার মানে এটা নই যে সে available। মেয়েরা কোন object নয়।
অনেক শুনেছি আর পারলাম না। অবশ্য দোষটা কাকে দেব? সমাজকে দোষ দেওয়াটা বড্ড সহজ। আসলে দোষটা কি আমাদের নই?
শেষে বলি, আমি বরং অভদ্র মেয়েদের খাতায় নাম তুলে রাখি। আমি আমাতেই থাকব।
No comments:
Post a Comment