Dayamay Biswas Dipu
ভারতের ভিসার জন্য ভিসা সেন্টারে ভিড়ে আহত পাচ শতাধিক
মৃত্যুর সংবাদ --২ জনের
-----------------------------
টোকেন ছাড়া ভিসার জন্য ভারতীয় হাই কমিশনে জমা দেওয়া যাবে আগামী ১৬ই জুন পর্যন্ত ।
এই খবরে প্রতিদিন অনেক মানুষের ভিড় কেউ তিন চারদিন লাইনে দাঁড়িয়ে আছে।
আজ বিশ হাজার লোকের ভিড় । এই ভিড় সামলাতে পুলিশকে কমপক্ষে সাত আট বার লাঠি চার্জ করতে হয়েছে।
এই লাঠি চার্জে এবং ভিড়ের চাপে কমপক্ষে পাচশ লোক আহত এবং দুজনের মৃত্যুর খবর শোনা গেছে।
এলাকা পুরোপুরি রনক্ষেত্র।
মৃত্যুর সংবাদ --২ জনের
-----------------------------
টোকেন ছাড়া ভিসার জন্য ভারতীয় হাই কমিশনে জমা দেওয়া যাবে আগামী ১৬ই জুন পর্যন্ত ।
এই খবরে প্রতিদিন অনেক মানুষের ভিড় কেউ তিন চারদিন লাইনে দাঁড়িয়ে আছে।
আজ বিশ হাজার লোকের ভিড় । এই ভিড় সামলাতে পুলিশকে কমপক্ষে সাত আট বার লাঠি চার্জ করতে হয়েছে।
এই লাঠি চার্জে এবং ভিড়ের চাপে কমপক্ষে পাচশ লোক আহত এবং দুজনের মৃত্যুর খবর শোনা গেছে।
এলাকা পুরোপুরি রনক্ষেত্র।
আমার শ্বাশুড়ী নিজেও আহত, তবে তিনি মানুষ চাপায় আহত।
ফাস্ট এইডের পর এখন কিছুটা সুস্থ ।
ফাস্ট এইডের পর এখন কিছুটা সুস্থ ।
ইউরোপিয়ানদের মত ভারত-বাংলাদেশ ভিসা উন্মুক্ত করা উচিৎ।
ভারত উপমহাদেশ ভাগ করেছে লোভী স্বার্থান্বেষী কিছু অপরিপক্ক, অপরিণামদর্শী নেতারা। তাদের দায়ভার কেন জনগন নেবে?
যেখানে জার্মানরা এক হতে পারে সেখানে কেন ভারত বাংলাদেশ ভিসা ফ্রী হবে না?
পাঠকের কাছে আমার জিজ্ঞাসা।
পাঠকের কাছে আমার জিজ্ঞাসা।
No comments:
Post a Comment