Thursday, June 2, 2016

France figts against Labour Reform Bill.ফ্রান্সে লড়াই চলছে, নতুন আনা 'লেবার রিফর্ম বিল' এর বিরোধিতা করে.Suswagata Poria explains it in Bengali

Suswagata Poria
ফ্রান্সে লড়াই চলছে, নতুন আনা 'লেবার রিফর্ম বিল' এর বিরোধিতা করে। নতুন বিল ব্যাপক ভাবে অস্থায়ী শ্রমিক নিয়োগের কথা বলা হয়েছে এবং কোম্পানী মালিকদের বহু অনৈতিক সুবিধে দেওয়ার কথা বলা হয়েছে। সারা দেশ জুড়ে এক মাসেরও বেশি সময় ধরে শ্রমিকদের সাথে যুবক যুবতীরা রাস্তা দখল করেছে। দফায় দফায় লড়াই চলছে পুলিশ ও সামরিক বাহিনীর সাথে। মিডিয়া কভার করছে না। কভার করলেও বলছে 'দাঙ্গা' বা 'রায়ট'। ব্যাপক পরিবহণ ধর্মঘট হচ্ছে সারা দেশ জুড়েই।
বেলজিয়ামে পাবলিক সেক্টরের শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করছে সারা দেশ জুড়ে। মূল লক্ষ্য সরকারের পাবলিক সেক্টরে খরচ কমিয়ে বেসরকারি কোম্পানির হাতে লাগাম তুলে দেওয়া।
দিল্লীর ওয়াজিরপুরে এক 'পাওয়ার ব্যাঙ্ক' তৈরির কারখানায় মালিক ৪১ জন শ্রমিক কে কাজ থেকে বহিষ্কার করে কারণ তারা নূন্যতম মজুরির দাবী করেছিল। ১০ দিন ধরে কারখানার গেটে লড়াই চালানোর পর আজ মালিক নুন্যতম মজুরি দিতে রাজি হয়েছে। এর সাথে কতক্ষণ কাজ করতে হবে, সেই ব্যাপারেও একটা নিয়ন্ত্রণ আনার কথা ভাবতে বাধ্য হয়েছে।
খবর গুলোর লিঙ্ক পরপর দিলাম। এই লড়াইগুলোই এই সময়ে খানিক আশার কথা।

No comments:

Post a Comment