Let me speak human!All about humanity,Green and rights to sustain the Nature.It is live.
Monday, June 20, 2016
Manoranjan Byapari গতকাল আমাদের বহু প্রতিক্ষিত সাহিত্য বাসরের প্রথম অধিবেশনটা সুচারু রূপে সম্পন্ন হলো । এটা সম্ভব হতে পারলো যারা অংশ নিয়েছেন তাদেরই আন্তরিকতার কারনে । আমাদের সত্যিই আশা ছিলনা এত মানুষ আসবেন । অনেক মানুষ তো এমন ছিলেন যারা লেখা পাঠ করতে নয়, এসেছিলেন শুধু শুনতে । এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । স্রেফ লেখা শুনতে এত পথ এই গরমে যাওয়া -- ! ভাবা যায় ! আর সব চেয়ে আশ্চর্য- এই অধিবেশনে যারা এসে ছিলেন স্ব স্ব ক্ষেত্রে সবাই স্বনাম ধন্য । অনেকেই উচ্চবর্ণ । যেন চাদের হাট বসেছিল বি ২৯৯ লেক গার্ডেনস- কলকাতা ৪৫ এই ঠিকানায় । কারও কাছ থেকে আগাম অনুমতি নিয়ে রাখিনি তাই নাম গুলো লিখতে পারছি না । অনুমতি নিয়ে পরে আপনাদের জানাতে পারবো । ওনাদের আগমনে ঘরটা পূর্ণ হয়ে গিয়েছিল । অধ্যাপক লেখক কবি এমন কি এক বিদেশী সাহিত্যিকও এসে ছিলেন এই বাসরে । এ এক বিরাট প্রাপ্তি । আমি অভিভূত- । যারা এসে ছিলেন সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা । আশা করছি আগামী মাসের তৃতীয় রবিবার আবার আপনাদের সাক্ষাৎ পাবো । যারা এবার আসতে পারেননি তাদের আসার অনুরোধ রইল। আমরা সেই লেখকদের লেখা শুনতে চাইছি যারা তেমন ছাপাবার সুযোগ নাগালে পাননি । আমরা তেমন মনে করলে তাদের লেখা ছাপাবার ব্যবস্থা করবো ।যিনি দলিত দরিদ্র শ্রমজীবী মানুষকে নিয়ে লেখেন, সেই লেখা আমরা খুব বেশী চাইছি। শৌখিন সাহিত্য চর্চা নয়- চাই কঠোর কঠিন বলিস্ট গদ্য। যারা এসেছিলেন আর যারা আসবেন আগামীতে - সবাইকে ধন্যবাদ ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment