Monday, June 20, 2016

Manoranjan Byapari গতকাল আমাদের বহু প্রতিক্ষিত সাহিত্য বাসরের প্রথম অধিবেশনটা সুচারু রূপে সম্পন্ন হলো । এটা সম্ভব হতে পারলো যারা অংশ নিয়েছেন তাদেরই আন্তরিকতার কারনে । আমাদের সত্যিই আশা ছিলনা এত মানুষ আসবেন । অনেক মানুষ তো এমন ছিলেন যারা লেখা পাঠ করতে নয়, এসেছিলেন শুধু শুনতে । এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । স্রেফ লেখা শুনতে এত পথ এই গরমে যাওয়া -- ! ভাবা যায় ! আর সব চেয়ে আশ্চর্য- এই অধিবেশনে যারা এসে ছিলেন স্ব স্ব ক্ষেত্রে সবাই স্বনাম ধন্য । অনেকেই উচ্চবর্ণ । যেন চাদের হাট বসেছিল বি ২৯৯ লেক গার্ডেনস- কলকাতা ৪৫ এই ঠিকানায় । কারও কাছ থেকে আগাম অনুমতি নিয়ে রাখিনি তাই নাম গুলো লিখতে পারছি না । অনুমতি নিয়ে পরে আপনাদের জানাতে পারবো । ওনাদের আগমনে ঘরটা পূর্ণ হয়ে গিয়েছিল । অধ্যাপক লেখক কবি এমন কি এক বিদেশী সাহিত্যিকও এসে ছিলেন এই বাসরে । এ এক বিরাট প্রাপ্তি । আমি অভিভূত- । যারা এসে ছিলেন সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা । আশা করছি আগামী মাসের তৃতীয় রবিবার আবার আপনাদের সাক্ষাৎ পাবো । যারা এবার আসতে পারেননি তাদের আসার অনুরোধ রইল। আমরা সেই লেখকদের লেখা শুনতে চাইছি যারা তেমন ছাপাবার সুযোগ নাগালে পাননি । আমরা তেমন মনে করলে তাদের লেখা ছাপাবার ব্যবস্থা করবো ।যিনি দলিত দরিদ্র শ্রমজীবী মানুষকে নিয়ে লেখেন, সেই লেখা আমরা খুব বেশী চাইছি। শৌখিন সাহিত্য চর্চা নয়- চাই কঠোর কঠিন বলিস্ট গদ্য। যারা এসেছিলেন আর যারা আসবেন আগামীতে - সবাইকে ধন্যবাদ ।

Manoranjan Byapari
গতকাল আমাদের বহু প্রতিক্ষিত সাহিত্য বাসরের প্রথম অধিবেশনটা সুচারু রূপে সম্পন্ন হলো । এটা সম্ভব হতে পারলো যারা অংশ নিয়েছেন তাদেরই আন্তরিকতার কারনে । আমাদের সত্যিই আশা ছিলনা এত মানুষ আসবেন । অনেক মানুষ তো এমন ছিলেন যারা লেখা পাঠ করতে নয়, এসেছিলেন শুধু শুনতে । এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা । স্রেফ লেখা শুনতে এত পথ এই গরমে যাওয়া -- ! ভাবা যায় ! আর সব চেয়ে আশ্চর্য- এই অধিবেশনে যারা এসে ছিলেন স্ব স্ব ক্ষেত্রে সবাই স্বনাম ধন্য । অনেকেই উচ্চবর্ণ । যেন চাদের হাট বসেছিল বি ২৯৯ লেক গার্ডেনস- কলকাতা ৪৫ এই ঠিকানায় । কারও কাছ থেকে আগাম অনুমতি নিয়ে রাখিনি তাই নাম গুলো লিখতে পারছি না । অনুমতি নিয়ে পরে আপনাদের জানাতে পারবো । ওনাদের আগমনে ঘরটা পূর্ণ হয়ে গিয়েছিল । অধ্যাপক লেখক কবি এমন কি এক বিদেশী সাহিত্যিকও এসে ছিলেন এই বাসরে । এ এক বিরাট প্রাপ্তি । আমি অভিভূত- । যারা এসে ছিলেন সবার প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা । আশা করছি আগামী মাসের তৃতীয় রবিবার আবার আপনাদের সাক্ষাৎ পাবো । যারা এবার আসতে পারেননি তাদের আসার অনুরোধ রইল। আমরা সেই লেখকদের লেখা শুনতে চাইছি যারা তেমন ছাপাবার সুযোগ নাগালে পাননি । আমরা তেমন মনে করলে তাদের লেখা ছাপাবার ব্যবস্থা করবো ।যিনি দলিত দরিদ্র শ্রমজীবী মানুষকে নিয়ে লেখেন, সেই লেখা আমরা খুব বেশী চাইছি। শৌখিন সাহিত্য চর্চা নয়- চাই কঠোর কঠিন বলিস্ট গদ্য। যারা এসেছিলেন আর যারা আসবেন আগামীতে - সবাইকে ধন্যবাদ ।

No comments:

Post a Comment