Sarita Ahmed blasts the star telling business of superstitions!
Sarita Ahmed

Sarita Ahmed

আচ্ছা, জ্যোতিষী , বাবাজী, মাতাজীদের কি বিজ্ঞাপণ কম পড়িয়াছে ?
ভগবান ও তার চ্যালাদের জন্য ভারতে 43 টিভি চ্যানেল আছে , এই নিয়ে আগেই একটি ছবিসহ পোষ্ট দিয়েছিলাম ।
টিভি তে রাতদিন যেকোনো সর্বভারতীয় চ্যানেলে নানা নামিদামী ব্রান্ডের বাবাজী ও তাবিজ-কবজ-মাদুলি-লকেট ইত্যাদি ধারণের জন্য বিজ্ঞাপণের নিমিত্ত, নানা সেলিব্রিটি মানুষজনকে নানা পোজে রংচঙে কথা বলানো হয় । মানুষজনকে বিভ্রান্ত করার জন্য ওনাদের মোটা অঙ্ক টাকা দিয়ে বশ মানানো হয় ।
সিরিয়াল পার্সোনালিটি , টিভি স্টার , ফিল্ম স্টার তো আছেনই এ বঙ্গের একজন বুদ্ধিজীবি - গুনীজন হিসেবে পরিচিত অশীতিপর ভদ্রলোক সৌমিত্র চট্টোপাধ্যায় পর্যন্ত এই ভাঁওতাবাজীর প্রমোটার । নিয়মিত টিভিতে মুখ দেখান ।
টিভি তে রাতদিন যেকোনো সর্বভারতীয় চ্যানেলে নানা নামিদামী ব্রান্ডের বাবাজী ও তাবিজ-কবজ-মাদুলি-লকেট ইত্যাদি ধারণের জন্য বিজ্ঞাপণের নিমিত্ত, নানা সেলিব্রিটি মানুষজনকে নানা পোজে রংচঙে কথা বলানো হয় । মানুষজনকে বিভ্রান্ত করার জন্য ওনাদের মোটা অঙ্ক টাকা দিয়ে বশ মানানো হয় ।
সিরিয়াল পার্সোনালিটি , টিভি স্টার , ফিল্ম স্টার তো আছেনই এ বঙ্গের একজন বুদ্ধিজীবি - গুনীজন হিসেবে পরিচিত অশীতিপর ভদ্রলোক সৌমিত্র চট্টোপাধ্যায় পর্যন্ত এই ভাঁওতাবাজীর প্রমোটার । নিয়মিত টিভিতে মুখ দেখান ।
তো সেই নিয়ে প্রতিবাদে কিছু মানুষ কোথায় না জানি চিঠি চাপাটিও করেছিলেন 'ক্রেতা সুরক্ষা মঞ্চ ' ইত্যাদিতে ।
আজকাল তো জ্যোতিষী মাতারা খবরের কাগজের ভাঁজেও বিজ্ঞাপণের ইস্তেহার দিতে শুরু করেছেন ।
এই নিয়ে তিন দিন । পরপর তিন দিন ধরে নিউজ পেপারের ভাঁজে 'দেবযানী মাতা ' / 'সিদ্ধেশ্বর যোগী মহারাজ' এদের ভাগ্য-বলা বিজ্ঞাপনে খবরের কাগজের মিডিয়ামটা ব্যাপক চলছে । মানুষ যেহেতু রাস্তায় এনাদের ইস্তেহারকে পাত্তা দিচ্ছেন না , তাই বাড়ি বাড়ি পেপারওয়ালাদের মাধ্যমে ছড়াচ্ছেন কুসংস্কারের বীজ , প্রতিদিন ।
আজকাল তো জ্যোতিষী মাতারা খবরের কাগজের ভাঁজেও বিজ্ঞাপণের ইস্তেহার দিতে শুরু করেছেন ।
এই নিয়ে তিন দিন । পরপর তিন দিন ধরে নিউজ পেপারের ভাঁজে 'দেবযানী মাতা ' / 'সিদ্ধেশ্বর যোগী মহারাজ' এদের ভাগ্য-বলা বিজ্ঞাপনে খবরের কাগজের মিডিয়ামটা ব্যাপক চলছে । মানুষ যেহেতু রাস্তায় এনাদের ইস্তেহারকে পাত্তা দিচ্ছেন না , তাই বাড়ি বাড়ি পেপারওয়ালাদের মাধ্যমে ছড়াচ্ছেন কুসংস্কারের বীজ , প্রতিদিন ।
এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল । আমার স্কুলের । বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছে হল ।
--------------------------------------------------------------------------------------------------------------------
বছর দুয়েক আগে , ক্লাশ এইটের B ( girls' section .)
আমার ক্লাশ শুরু হতেই যেইমাত্র পড়ানো আরম্ভ করতে যাব, দেখি কিছু মেয়ে একটা কাগজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যাস্ত । চাপা উত্তেজনা সকলের মধ্যেই ।
কী ব্যাপার ?
-- " দিদি, এটা দেখুন । এই জায়গায় মা মনসা জাগ্রত । উনি নানারূপে এই পুকুরে অবস্থান করছেন । এখানে বলা আছে , ছবিও আছে । আমরা প্রত্যেকে যদি এই কাগজের ১০ টা করে কপি বিভিন্ন জনকে distribute করতে পারি , তাহলে অনেক পুন্য হবে । আর কেউ যদি এই ইস্তেহার অবিশ্বাস করে ছিঁড়ে ফেলে , তাহলে এক রাতেই তার উপর মা মনসার অভিশাপ নেমে আসবে ও পরিবারের বড় সন্তান মারা যাবে ।"
--------------------------------------------------------------------------------------------------------------------
বছর দুয়েক আগে , ক্লাশ এইটের B ( girls' section .)
আমার ক্লাশ শুরু হতেই যেইমাত্র পড়ানো আরম্ভ করতে যাব, দেখি কিছু মেয়ে একটা কাগজ নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যাস্ত । চাপা উত্তেজনা সকলের মধ্যেই ।
কী ব্যাপার ?
-- " দিদি, এটা দেখুন । এই জায়গায় মা মনসা জাগ্রত । উনি নানারূপে এই পুকুরে অবস্থান করছেন । এখানে বলা আছে , ছবিও আছে । আমরা প্রত্যেকে যদি এই কাগজের ১০ টা করে কপি বিভিন্ন জনকে distribute করতে পারি , তাহলে অনেক পুন্য হবে । আর কেউ যদি এই ইস্তেহার অবিশ্বাস করে ছিঁড়ে ফেলে , তাহলে এক রাতেই তার উপর মা মনসার অভিশাপ নেমে আসবে ও পরিবারের বড় সন্তান মারা যাবে ।"
এক নিশ্বাসে এটা পড়ে আমায় বোঝালো ছাত্রীটি ।
ওদের চোখ মুখে এক অবিশ্বাস্য উত্তেজনা ও ভয় ভক্তি দেখলাম ।
কাগজটা হাতে নিয়ে দেখেই বুঝলাম কি ব্যাপার ।
--- তোমরা বিশ্বাস কর , এসব ?
-- "হ্যাঁ দিদি , আমাদের পাশের পাড়ায় একজন বিশ্বাস করে নি । পায়ে মাড়িয়ে চলে গেছিল । তারপর দিন ওকে সাপে কাটে , মারা যায় ।"
ওদের চোখ মুখে এক অবিশ্বাস্য উত্তেজনা ও ভয় ভক্তি দেখলাম ।
কাগজটা হাতে নিয়ে দেখেই বুঝলাম কি ব্যাপার ।
--- তোমরা বিশ্বাস কর , এসব ?
-- "হ্যাঁ দিদি , আমাদের পাশের পাড়ায় একজন বিশ্বাস করে নি । পায়ে মাড়িয়ে চলে গেছিল । তারপর দিন ওকে সাপে কাটে , মারা যায় ।"
-- তাই ? আচ্ছা , চল আজ একটা পরীক্ষা হোক । দেখি কী হয় । কার কার কাছে এই কাগজের কপি আছে ? আমায় দাও তো সব গুলো ।
প্রায় ৭ টি এমন কাগজ বেরোলো ।
সব ক'টা কে নিয়ে আমি ফড়ফড় করে ছিঁড়ে বাইরে ফেলে দিলাম ।
সব ক'টা কে নিয়ে আমি ফড়ফড় করে ছিঁড়ে বাইরে ফেলে দিলাম ।
ওরা আঁতকে উঠল । ভীষন ভয়ে চোখ মুখ ওদের পালটে গেছে ।
-- "এটা কি করলেন দিদি ? এবার আপনার কী হবে ? আজ আবার শনিবার ।"
দু একজন তো প্রায় কেঁদেই ফেলে এমন অবস্থা । ওরা ধরেই নিচ্ছে আগামী সোমবার আমায় আর স্কুলে দেখতে পাবে না । কালই আমি মা মনসার কোপে পড়ে মারা যাব কোনো দূর্ঘটনায় ।
-- "এটা কি করলেন দিদি ? এবার আপনার কী হবে ? আজ আবার শনিবার ।"
দু একজন তো প্রায় কেঁদেই ফেলে এমন অবস্থা । ওরা ধরেই নিচ্ছে আগামী সোমবার আমায় আর স্কুলে দেখতে পাবে না । কালই আমি মা মনসার কোপে পড়ে মারা যাব কোনো দূর্ঘটনায় ।
--" ধুর , আমি ঠিক সোমবার আসব । দেখি না পরীক্ষায় কে পাশ করে ? মনসা না তোমাদের সরিতাদি ।
তবে হ্যাঁ , যদি আমি ফিরে আসি, মানে পাশ করি এই পরীক্ষায়, তবে একটা প্রমিস করতে হবে জীবনে এ ধরনের ইস্তেহারে বিশ্বাস করবে না । এই ধরনের কাগজ পেলে তাকাবেও না এবং যদি কেউ প্রচার করতে চায় তাকে কু-সংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করবে ।
এই কাগজ গুলো আসলে পয়সা কামানোর একটা জালি জগত । এভাবে প্রতি ১০ জনের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী টাকা কামাতে চাইছে । তোমরা প্রত্যেকে ১০টাকা দিয়ে ১০ কপি জেরক্স করবে আর ওই লোকেরা সেইসব জেরক্স সেন্টার থেকে মোটা টাকা কমিশন পাবে ও মালামাল হবে । এটা একটা চক্র ।
আমি যদি ফিরে আসি , তবে বিশ্বাস করবে তো এই কথা ? মনে থাকবে ?"
তবে হ্যাঁ , যদি আমি ফিরে আসি, মানে পাশ করি এই পরীক্ষায়, তবে একটা প্রমিস করতে হবে জীবনে এ ধরনের ইস্তেহারে বিশ্বাস করবে না । এই ধরনের কাগজ পেলে তাকাবেও না এবং যদি কেউ প্রচার করতে চায় তাকে কু-সংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করবে ।
এই কাগজ গুলো আসলে পয়সা কামানোর একটা জালি জগত । এভাবে প্রতি ১০ জনের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী টাকা কামাতে চাইছে । তোমরা প্রত্যেকে ১০টাকা দিয়ে ১০ কপি জেরক্স করবে আর ওই লোকেরা সেইসব জেরক্স সেন্টার থেকে মোটা টাকা কমিশন পাবে ও মালামাল হবে । এটা একটা চক্র ।
আমি যদি ফিরে আসি , তবে বিশ্বাস করবে তো এই কথা ? মনে থাকবে ?"
ওরা গভীর আশংকায় মাথা নাড়ালো ।
"দিদি আপনি এটা ঠিক করলেন না । সাবধানে থাকবেন ।"
"দিদি , আপনি কি পরিবারের বড় সন্তান ?"
--হ্যাঁ , কেন ?
তাহলে ...
"দিদি আপনি এটা ঠিক করলেন না । সাবধানে থাকবেন ।"
"দিদি , আপনি কি পরিবারের বড় সন্তান ?"
--হ্যাঁ , কেন ?
তাহলে ...
সেদিনকার মত এইসব মিলিয়ে বিদায় নিলাম আমার প্রিয় ছাত্রীদের থেকে ।
তারপর কি হল ?
তারপর কি হল ?
নিজের সাপ্তাহিক নিয়মে সোমবার এল ।
যথারীতি ওরাও দেখল নিয়মিত ক্লাশ নিতে দ্রুতপদে ক্লাসরুমের দিকে আসছে ওদের প্রিয় দিদি ।
যথারীতি ওরাও দেখল নিয়মিত ক্লাশ নিতে দ্রুতপদে ক্লাসরুমের দিকে আসছে ওদের প্রিয় দিদি ।
জানিনা ওরা কি শিখল , তবে আর এরম ইস্তেহার অন্তত আমার স্কুলে দেখা যায় নি ।
[ নিতান্তই বিছিন্ন ঘটনা । তবে প্রতিদিন এই ইস্তেহারগুলো দেখে এটা মনে পড়ল , শেয়ার করলাম তোমাদের সাথে । ]
No comments:
Post a Comment